সোনারগাঁয়ে ১১ কেজি গাঁজাসহ আটক ১

মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ যুবককে আটক করেছে র‌্যাব-১১। শুক্রবার (২২ এপ্রিল) গভীর রাতে সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব। আটককৃত যুবকের নাম মো. নাজমুল হাসান(২১)। সে বন্দর থানাধীন কেওঢালা এলাকার মৃত ইব্রাহীম মৃধার ছেলে।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসামী নাজমুল মাদক পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য। আসামী দীর্ঘদিন যাবৎ কৌশলে কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ