ঢাকাশনিবার , ১৮ জুন ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে দেশীয় ফলের উৎসব

আবু বকর সিদ্দিক
জুন ১৮, ২০২২ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

আড়াইহাজার উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দেশীয় ফল উৎসব। শনিবার (১৮ জুন) বিকেলে লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান মিথিলা টেক্সটাইলের উদ্যোগে দুপ্তারা খানপাড়ায় এ উৎসব আয়োজিত হয়। সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু দুই দিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজাহার খান, ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পচিালক কায়েস খান, মাহবুব খান হিমেল প্রমুখ।ফল উৎসবে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। এ সময় উৎপাদিত দেশীয় ফল আম, জাম, লিচু, আনারস, খেজুর, কলা, পেয়ারা, লটকন, পেঁপে, কাঁঠালসহ নানা রকম ফল ও ফলের জুস দিয়ে উপস্থিত ফলপ্রেমীদের আপ্যায়ন করা হয়।

মিথিলা গ্রুপের পরিচালক মাহবুব খান হিমেল জানান, প্রাকৃতিক ও মানুষ্যসৃষ্ট কারণে আমাদের ঐতিহ্যবাহী দেশী ফল হারিয়ে যাচ্ছে। কেমিক্যাল মেশানো বিদেশী ফল দেশের মানুষকে ঠেলে দিচ্ছে স্বাস্থ্যঝুঁকিতে। পাশাপাশি বাড়ছে পুষ্টিঘাটতিও। অথচ বাংলাদেশের মাটি, জলবায়ু, আবহাওয়া, প্রকৃতি দেশীয় ফল উৎপাদনে অত্যন্ত সহায়ক। তাই বেশি বেশি দেশী ফলের বৃক্ষ রোপণের জন্যে জনসচেতনা তৈরি করতে এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।