ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

৫০ লাখ টাকা ক্ষতির দাবি টেক্সটাইল মিলে ও মিষ্টি কারখানায় আগুন

আবু বকর সিদ্দিক
নভেম্বর ২৯, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে অহিদ টেক্সটাইল মিল ও মুসলিম সুইট নামে একটি মিষ্টি কারখানা পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেন।অহিদ টেক্সটাইল মিলের মালিক আজিজুল হক বলেন, আমি কারখানা বন্ধ করে বাড়িতে যাই। কিছুক্ষন পর বাজারের মসজিদের মাইকে শুনতে পাই বাজারে আগুন লাগছে, সঙ্গে সঙ্গেই সোনারগাঁও ফায়ার সার্ভিসে খবর দেই, আগুনে আমার টেক্সটাইল মিলের তৈরি করা মার্কিন কাপড়, সূতাও মেশিনারিসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ব্যাপারে সোনারগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘন্টার চেষ্টায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে তিনি জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।