আড়াইহাজার নাশকতার মামলায় পৌর জিয়া মঞ্চ’র আহবায়ক গ্রেপ্তার আড়াইহাজার থানা পুলিশ শনিবার (৩ ডিসেম্বর) বিকালে নাশকতার মামলায় সদর পৌর সভার জিয়া মঞ্চ এর আহবায়ক আরাফাত সিদ্দিকীকে (২৫) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আরাফাত সদর পৌর সভার শিবপুর গ্রামের আব্বু সিদ্দিকীর ছেলে এবং কেন্দ্রিয় মহিলাদলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের অনুসারী। আড়াইহাজার থানারওসি আজিজুল হক হাওলাদার জানান, গত রবিবার একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা মশাল মিছিল নিয়ে আড়াউহাজারের ইদবারদী বাসস্যান্ড থেকে আড়াইহাজারের দিকে অগ্রসর হয়ে ও রাস্তা অবরোধ, এ্যম্বুলেন্স আটকে বিব্রত কর পরিস্থিতির সৃষ্টি করেছে। পুলিশ আটকানোর চেষ্টা করাতে পুলিশের দুই জনকে আহত করেন। সেই মামলায় আরাফাতকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ত্রীব নিন্দা জানান মহিলাদলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার। তিনি জিয়া মঞ্চ আহবায়ক আরাফাত সিদ্দিকের মুক্তির দাবী জানান।
আড়াইহাজার নাশকতার মামলায় পৌরসভা জিয়া মঞ্চ’র আহবায়ক গ্রেপ্তার
- Advertisement -
ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।