ঢাকাসোমবার , ৫ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী ৪০ কোম্পানী

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ৫, ২০২২ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

আড়াইহাজারের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী ৪০ কোম্পানীলাইভ নারায়ণগঞ্জ: বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জের আজাইহাজারে এক হাজার একর জায়গার ওপর প্রতিষ্ঠিত ‘জাপানিজ অর্থনৈতিক অঞ্চল’। আর এই অঞ্চলে বিনিয়গ করতে ৪গটি কম্পানি আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।সভায় বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, অর্থনৈতিক অঞ্চলটিতে বিনিয়োগে এরই মধ্যে চুক্তি সই হয়েছে বিখ্যাত প্রতিষ্ঠান সিঙ্গার ও জার্মান কোম্পানি রুডলফের সঙ্গে। আরও ৪০টি কোম্পানি সেখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে ৩০টি কোম্পানি জাপানের, বাকি ১০টি অন্য দেশের।শেখ ইউসুফ হারুন জানান, পুরো অর্থনৈতিক অঞ্চল চালু হলে সেখানে ১৫০ কোটি ডলার বিনিয়োগ হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। পাশাপাশি সেখানে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।