ঢাকাবুধবার , ৭ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ ড্রেজার জব্দ

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ৭, ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের আড়াইহাজাওে একাধিক স্থানে ফসলি জমির মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার। বুধবার বিকালে উপজেলার গোপালদী পৌরসভার লক্ষিবরদী নয়াপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযান শুরু হয় বিকাল ৪টায়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অভিযানের সময় বড় বড়  ৪ টি ড্রেজার জব্দ করা হয়। এই সময় শতশত গ্রামবাসী আদালতের অভিযানকে সমর্থন জানান। জানা গেছে, উপজেলার গোপালদী পৌরসভার লক্ষিবরদী নয়াপাড়া গ্রামে দীর্ঘদিন ধওে একটি প্রভাবশালী মহল ফসলী জমি কেটে মাটি বিক্রি কওে আসছিল। এতে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী  ১৭ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের নির্দেশে বুধবার বিকালে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪টি ড্রেজার জব্দ করা হয়। ফলে বন্ধ হয়ে যায় অবৈবভাবে বালু বিক্রি। সরেজমিনে দেখা যায়, উপজেলার গোপালদী পৌরসভার লক্ষিবরদী নয়াপাড়া গ্রামের অধিকাংশ ফসলি জমি ড্রেজারের কবলে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ড্রেজার দিয়ে মাটি কাটার ফলে বিশাল গর্তেও সৃষ্টি হয়েছে। অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে মাটি খনন করার কারণে চারপাশের মাটি  ভেঙ্গে বিরাট গর্তেও সৃস্টি হয়। মাটি পরিবহনের জন্য মাইলের পর মাইল পাইপ সংযোগ দিয়ে চলছে পুকুর কিংবা অন্য ফসলি জমি ভরাটের কাজ।  

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।