ঢাকাসোমবার , ৩০ অক্টোবর ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জে বিএনপির ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, রূপগঞ্জ
অক্টোবর ৩০, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে রূপগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির দুই সদস্য ৭৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) রাতে রূপগঞ্জ থানায় মামলাটি করেন। আবু বকর সিদ্দিক (৩৩) পিতা- রেজাউল হক, জাঙ্গীর, রূপগঞ্জ। তিনি নিজেকে ছাত্রলীগকর্মী দাবি করে মামলাটি করেছেন।

মামলায় তিনি উল্লেখ করেন, ২৮ অক্টোবর রাত ১১টার দিকে তিনি আড়াইহাজারের পাচরুখী যাওয়ার সময় রাত সোয়া ১১টার দিকে রূপগঞ্জের সাওঘাটস্থ ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে লাভানি ইন্ড্রাস্টিজ লিমিটেডের সামনে পৌছে দেখেন বিএনপি নেতা কাজী মনিরের নেতৃত্বে উল্লেখিত আসামীসহ অজ্ঞানামা আসামীরা বেআইনী জনতাবদ্ধে হাতে লাঠি সোঠা, লোহার রড, এসএস পাইপসহ রাস্তায় টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ম্লোগান দিয়ে ঝটিকা মিছিল করতেছে। আমাকে দেখা মাত্র ১নং আসামীর হুকুম করে যে, ধর শালাকে। শালা ছাত্রলীগকর্মী সরকারের দালাল। এই কথা বলা মাত্র সকল আসামীরা আমার মোটরসাইকেলের গতিরোধ করে আমাকে মোটর সাইকেল থেকে টেনে হেচড়ে নামিয়ে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মারে। ৪নং আসামী লিটন তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমায় মাথায় বারি মারলে আমি ডান হাত দিয়ে ফিরাইলে আমার ডানহাতের কব্জির হাড় ভেঙ্গে যায়। আসামীরা আমার ড্রাগন মোটরসাইকেলটি রাস্তার উপর ফেলে আগুন ধরিয়ে দেয়। তখন আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে আসামীরা আমাকে ভয়ভীতি দেখিয়ে চলে যাওয়ার সময় ৩/৪ টি ককটেলে বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

মামলার ৭৪ আসামীরা হলেন, ১। বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, ২। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া ৩। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, ৪। শফিকুল ভুইয়া পিতা-আউয়াল ভুইয়া, ৫। মো: লিটন সরকার পিতা-আওয়াল সরকার, ৬। আসাদুজ্জামান ফকির পিতা-গফুর ফকির, ৭। শামীম মিয়া পিতা-নুরুল ইসলাম, ৮। রুবেল মিয়া পিতা-মেজবা উদ্দিন, ৯। শাহীন আকন্দ পিতা-বাছির আকন্দ, ১০। রাসেল ভুইয়া পিতা-তমিজ উদ্দিন ভুইয়া, ১১। আনিসুর রহমান পিতা-নবী হোসেন, ১২। মো: ফিরোজ প্রধান পিতা-লতুফ প্রধান, ১৩। মো: আরজু ভুইয়া পিতা-জালাল উদ্দিন ভুইয়া, ১৪। মো: আজিজ মিয়া পিতা-শফি উল্লাহ, ১৫। মো: সানোয়ার খান পিতা-আমানুল্লাহ খান, ১৬। ওসমান পিতা-হাজী সামছুল ইসলাম, ১৭। মনির হোসেনপিতা-আশরাফ আলী, ১৮। আফজাল কবির পিতা-দিল মোহাম্মদ, ১৯। পিন্টু পিতা-তমিজ উদ্দিন ভুইয়া, ২০। মনির হোসেন পিতা-আব্দুল আলেক, ২১। কাশেম পিতা-জলিল মিয়া, ২২। তারেক পিতা-সুরুজ আলী, ২৩। দেলোয়ার হোসেন ঝন্টু পিতা-লেহাজ উদ্দিন ২৪। প্রিন্স পিতা-আমির হোসেন, ২৫। আব্দুস সামাদ পিতা-জয়নাল হাজারী, ২৬। আশ্রাফুল হক রিপন পিতা-আ: রউফ, ২৭। মো: নাহিদ পিতা-আলী হোসেন, ২৮। রফিকুল ইসলাম পিতাফজলে করিম, ২৯। মো: সামছুল পিতা-ছামু মিয়া, ৩০। শিপলু মিয়া পিতা-আবুল মিয়া, ৩১। রাজিব ভুইয়া পিতা-তমিজ উদ্দিন, ৩২। মো: সারোয়ার সজিব পিতা-জামান মিয়া, ৩৩। কোহিনুর আলম পিতা-তোফাজ্জল হোসেন, ৩৪। দানিস পিতা-শুক্কর আলী, ৩৫। নাইম (কমিশনার) পিতা-আব্দুল খালেক, ৩৬। মিথুন ভুইয়া পিতা-মোসলে উদ্দিন ভুইয়া, ৩৭। রিফাত মিয়া পিতা-মো: রফিক, ৩৮। এম এ হালিম পিতা-আ: ওহাব মাতবর, ৩৯। মো: হারুন অর রশিদ মিয়াজী পিতা-হাজী আকবর মিয়াজী, ৪০। মো: শামীম পিতা-আ: খালেক, ৪১। মো: আলমগীর পিতা-মো: সিরাজ, ৪২। মো: মনির পিতা-রফিক কশাই, ৪৩। মো: জাকির হোসেন পিতা-আশক আলী, ৪৪। মো: মামুন পিতা-মজিবুর রহমান, ৪৫। মো: সোহেল পিতা-আবু সাঈদ মাদবর, ৪৬। মো: আব্দুল হানিফ পিতা-আব্দুর রশিদ, ৪৭। মো: গোলজার হোসেন পিতা-আমিন উদ্দিন, ৪৮। মো: আজিম পিতা-সামছুল হক, ৪৯। আ: আজিজ মাস্টার পিতা-ইসমাইল, ৫০। সাইফুল ইসলাম সমর পিতা-আমজাদ আলী, ৫১। মো: মোস্তফা পিতা-মান্নান, ৫২। মো: মার্শেদ ভুইয়া পিতা-নাজির উদ্দিন, ৫৩। মো: খোকন মিয়া পিতা-করিম মেম্বার, ৫৪। ইয়াছিন পিতা-দ্বীন ইসলাম, ৫৫। দেলোয়ার মিয়া পিতা-মহিউদ্দিন, ৫৬। আনোয়ার মিয়া পিতা-মহিউদ্দিন, ৫৭। মাসুম মিয়া পিতা-জালাল উদ্দিন, ৫৮। জাহাঙ্গীর মিয়া পিতা-মহিউদ্দিন, ৫৯। জসিম মিয়া পিতা-জালাল উদ্দিন, ৬০। মোফাজ্জল পিতা-আব্দুল কাদির, ৬১। জীবন বাবু পিতা-নিতাই তর, ৬২। বজলু মিয়া পিতা- ইউছুফ আলী, ৬৩। আশরাফুল-পিতা-অজ্ঞাত, ৬৪। নবী পিতা-নুরুল হক, ৬৫। সৈকত পিতা-জাকির মিয়া, ৬৬। নুরু মিয়া পিতা- আব্দুর রউফ, ৬৭। ছাত্তার পিতা- আব্দুর রউফ, ৬৮। শাহীন পিতা- আব্দুর রউফ, ৬৯। জাকির হাজী পিতা-রহিম বক্স, ৭০। রাকিব পিতা-মতিউর রহমান, ৭১। সায়েম পিতা-বাদশা ভান্ডারী, ৭২। সালেহ আহম্মেদ পিতা-নাছির, ৭৩। আলমগীর পিতা-মৃত তোফাজ্জল, ৭৪। জাহাঙ্গীর হোসেন পিতা-শুক্কর আলী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।