ঢাকাশনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ওসমান ও চুনকা পরিবার নিয়ে চেয়ারম্যান আনোয়ারের গাত্র দাহ

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

নগর প্রতিবেদক:

সম্প্রতি পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ওসমান পরিবারের বিরুদ্ধে কথা বলা আর অতীতে চুনকা পরিবারের বিরুদ্ধে কথা বলা জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হঠাৎ রুপ বদলে ফেলেছেন। এবার তিনি ইঙ্গিতে ওসমান ও চুনকা , ২পরিবারের বিরুদ্ধেই কথা বলেছেন। অনেকে বলছেন, সামনে জেলা পরিষদের চেয়ারটি নিয়ে বেজায় চিন্তিত আনোয়ার হোসেনের গাত্রদাহ শুরু হয়েছে। কারণ, তিনি ২পরিবারের সাথেই ঘনিষ্ঠ হয়েছেন আবার ২পরিবারের প্রতিই বিষেদাগার করেছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উত্তর চাষাঢ়ার একেএম সামসু্জ্জোহা সড়কে নারায়ণগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে ফিতা কেটে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেছেন, নারায়ণগঞ্জে এই পরিবারের লোক আর ওই পরিবারের লোক, আমার কোনো পরিবার নাই, আমি শেখ হাসিনা পরিবারের লোক।

নারায়ণগঞ্জে যারা জনপ্রতিনিধি হয় আজকে ওই প্রতিনিধির সন্তান জাতীয় সংসদ সদস্য, ওই পরিবারের সন্তান পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেয়র। কিন্তু আনোয়ার হোসেনের পরিচয় আমার বাবা আওয়ামী লীগ করে নাই বিধায় আজকে আমি জনপ্রতিনিধি হতে পারছিলাম না। প্রধানমন্ত্রী আমাকে জনপ্রতিনিধি বানিয়েছে।

প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, মানুষের জন্য কাজ করো, মানুষের প্রতিনিধি হও। মানুষকে ধমক দিয়ে মানুষের ভোট আদায় করা যায় না। তিনি বলেন, মানুষের জন্য যারা রাজনীতি করে, তারাই প্রকৃত রাজনীতিবিদ। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজনীতি করি আমি। জনপ্রতিনিধি হওয়ার জন্য অনেক লড়াই সংগ্রাম করেছি, জেল খেটেছি, অত্যাচার সহ্য করেছি। বার বার ব্যর্থ হয়েছি।

আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম, কি অপরাধ আমার? আমি এতোকিছু করেছি, কেনো জনপ্রতিনিধি হতে পারছি না। রাজনীতির স্থান নারায়ণগঞ্জ, এই রকম একটা জায়গায় আমার মতো সাধারণ একটি পরিবারের সন্তান এ পর্যন্ত এসেছি।

তিনি আরও বলেন, রেড ক্রিসেন্ট ইউনিটের সেবা আমার জীবনের শ্রেষ্ঠ সেবা এটি, কৃতজ্ঞতা জানাই তাকে যার দ্বারা আমি আজ চেয়ারম্যান হয়ে এ কাজ গুলো করতে পারছি। প্রধানমন্ত্রী আমাকে এই দ্বায়িত্ব না দিলে, আমার পক্ষে উন্নয়ণ করা বিষেশ করে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন ভবনটি করে দিতে পারতাম না। মানুষের মধ্যে আল্লাহ বসবাস করে। আল্লাহকে খুশি করার জন্য আমরা কাজ করে থাকি। রাজনীতিতে যদি মানুষের কল্যাণ করা যায়, তাহলেই রাজনীতিতে স্বার্থ্যকতা আছে।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।