কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করলেন এমপি খোকা

সোনারগাঁ উপজেলায় বিনামূল্যে নির্বাচিত ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে প্রণোদনা কর্মসুচির আওতায় নির্বাচিত ক্ষুদ্র, প্রান্তিক কৃষক ও কৃষাণীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

কৃষি কর্মকর্তা মনিরা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.সামসুল ইসলাম ভূইয়া। এছারাও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তাগণসহ উপকারভোগি কৃষকগণ উপস্থিত ছিলেন।এসময় ১০০ জন কৃষকের মধ্যে প্রতিজনকে ৫ কেজি আউশ,৫ কেজি উকশি ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ