রূগগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- তানসেন মিয়া, হাসান মিয়া, সোহাগ হোসেন, শাহীদুল, ছাব্বির মিয়া ও আকরাম। শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে তারাব পৌরসভার কাঞ্চন-রূপসী সড়কের রূপসী শওকত মার্কেটের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। এমন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আহমেদ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র থেকে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, ছোরা উদ্ধার করা হয়েছে। রূপগঞ্জ থানার এসআই মিরাজ আহমেদ এর সত্যতা নিশ্চিত জানান, অভিযানের সময় দুইজন ডাকাত পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ