ঢাকাবুধবার , ২৪ আগস্ট ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আবু বকর সিদ্দিক
আগস্ট ২৪, ২০২২ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ইউপি সদস্যের বিরুদ্ধে মাদ্রাসার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জালিয়াতি করে প্রকল্পের এক লক্ষ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা বাজার কাচারী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই ঘটনা ঘটে । এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ওই ইউপি সদস্যকে অভিযোগের বিষয়ে লিখিত জবাব প্রদানের জন্য নোটিশ করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, চলতি অর্থ বছরে ২০২১-২০২২ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচীর আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক ১ম পর্যায়ে (প্রকল্প নং বি/০৭) আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা কাচারীবাজার মাদ্রসার মাঠ ভরাট ও উন্নয়নের জন্য তিন লাখ ৫৭ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়। ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য হাছান আলী মাদ্রাসা সভাপতি আব্দুর রহমান মাস্টার ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মাস্টারসহ কমিটির স্বাক্ষর জাল করে গত ২৬ জুন এক লাখ ৫৭ হাজার টাকা উপজেলা প্রকল্প অফিস থেকে উত্তোলনকরে। বিষয়টি জানার পর মাদ্রাসার কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ ব্যপারে একটি লিখিত অভিযোগ দায়ের করে। উপজেলা নির্বাহী অফিসার গত ২৪আগস্ট ইউপি সদস্য হাছান আলীকে এ ব্যাপারে লিখিত জবাব দেয়ার জন্য নোটিশ করে।

নোটিশে ইউএনও উল্লেখ করেন, মাদ্রাসার কোন সদস্য না হয়ে আপনি (ইউপি সদস্য হাছান আলী) প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হয়েছে যা প্রকল্প বাস্তাবায়ন নির্দেশিকা ২০২১ এর অনুচ্ছেদ ৮ এর ছ (৫) এর পরিপন্থী। অধিকন্তু আপনি (ইউপিসদস্য হাছান আলী) প্রকল্প বাস্তবায়ন কমিটির স্বাক্ষর নকল করে প্রকল্প কাজের ছবি দেখিয়ে এক লাখ ৫৭ হাজার টাকা পিআইও অফিস থেকে উত্তোলিত অর্থ মাদ্রাসায় জমা দেন নিমর্মে মাদ্রাসা কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।

এ ব্যাপারে অর্থ আত্মসাতের আনিত অভিযোগ বিষয়ে আগামী তিন কর্ম দিবসের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেয়া হলো।এ ব্যাপারে ইউপি সদস্য হাছান আলী টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, ২২ হাজার ৫শ’ টাকা দিয়ে তিনি মাদ্রাসা বালুভরাট করেছেন। মাদ্রাসায় কোন কমিটি নেই। ষড়যন্ত্রভাবে তার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। মাদ্রাসার টাকা সঠিক ভাবে ব্যয় করার জন্যই তিনি টাকা উত্তোলন করেছেন বলে দাবী করেন।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।