ঢাকামঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

টিসিবির পণ্য না পেয়ে শূণ্য হাতে ফিরলেন ১২’শ লোক

আবু বকর সিদ্দিক
অক্টোবর ৪, ২০২২ ৪:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

আড়াইহাজার উপজেলার নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের ভর্তুকি মূল্যের বরাদ্দ টিসিবির পণ্য না পেয়ে ফিরে গেলেন বার শতাধিক লোক। এ ঘটনায় টিসিবির পণ্য কালো বাজারে বিক্রি হচ্ছে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। এসব নিম্ন আয়ের মানুষের ফ্যামিলি কার্ড থাকলেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে পাননি টিসিবির কাঙ্খিত পণ্য। উপজেলার গোপালদী পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডেও নিম্ন আয়ের ভোক্তা সাধারণ সোমবার (৩ অক্টোবর) রামচন্দ্রদী  স্কুল মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্যেও আশায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর শূন্য হাতেই বাড়ি ফিরতে হয়েছে তাদের। পণ্য না পেয়ে কার্ড হাতে গালমন্দ করে পণ্য বঞ্চিত কার্ডধারীরা।
পণ্য নিতে আসা মিছির আলী জানান, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা পণ্য না পেয়ে খালি হাতেই বাড়ি ফিওে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে ডিলার কাউন্সিলর আলী আজগর জানান, পৌরসভায় থেকে জানানো হয়েছে। তাই কার্ডধারীদের রামচন্দ্রদী স্কুলে থাকার জন্য বলা হয়েছে। কিন্তু টিসিবির পন্য বিতরণের জন্য কোন গাড়ি আসেনি।
এ ব্যাপাওে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল ইসলামবলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।