ঢাকারবিবার , ১২ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

দেরবছর পর শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছাসে উৎসবমূখর পরিবেশ

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ১২, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিবেদক:

সময়টা নেহায়েৎ কম নয়। গুণে গুনে ৫৪৩ দিন গত হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের কারণে দেড় বছর পর আজ রোববার নারায়ণগঞ্জ সহ সারাদেশে খুলেছে স্কুল। আবার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ফিরাতে ইতিমধ্যে সকল প্রস্তুতিও শেষ করেছে কর্তৃপক্ষ। করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন ঘরবন্দি অবস্থা শেষের সংবাদের পর থেকে শিক্ষার্থীদেরও যেন আর তর সইছে না। সহপাঠীদের সঙ্গে দেখা হওয়া, একসঙ্গে ক্লাস করা, নানা খুনসুটির সেই পুরনো ছন্দ ফিরে পেয়ে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছাসে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

দেরবছর পর শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছাসে উৎসবমূখর পরিবেশ

করোনা মহামারীর অস্বাভাবিকতা পেছনে ফেলে ৫৪৩ দিন পর স্কুল-কলেজে ফেরার অপেক্ষা অবশেষে ফুরিয়েছে শিক্ষার্থীদের। তবে সবারই যে প্রথম দিনেই স্কুলে ফেরা হয়েছে তা নয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে একেক দিন একেক শ্রেণির পাঠদান হবে। বিশেষ করে শিশু শ্রেণির শিক্ষার্থীদের রোমাঞ্চিত হওয়ার পালাটা আরেকটু দীর্ঘ । শিক্ষামন্ত্রনালয় ও করোনা বিষয়ক জাতীয় কারিগরী কমিটির স্বাস্থ্যবিধির আলোকে শিশু শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে সরাসরী পাঠদানের আওতার বাহিরে রাখা হয়েছে।কোভিড থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধি মানতে মন্ত্রণালয়ের নির্দেশনাই অনুসরণ করছে স্কুলগুলো।

নারায়ণগঞ্জের বেশির ভাগ স্কুলে সড়জমিনে ঘুরে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি লক্ষ করা গেলেও ভিন্নচিত্র দেখা গেছে নগরের আমলাপাড়ার নারায়নগঞ্জ র্গালস স্কুল এন্ড কলেজে। স্বাস্থ্যবিধির তোয়াক্বা না করেই চলছে পাঠদান। মাস্ক বিহীন শিক্ষক ও শিক্ষার্থী, মানা হচ্ছেনা সামাজিক দুরত্ব।

দেরবছর পর শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছাসে উৎসবমূখর পরিবেশ

করোনা সংক্রমন বিস্তার হ্রাস পাওয়ায় নিয়মিত শিক্ষা কার্যক্রমে ফিরে এসে শিক্ষার্থীরাও আনেকটাই উচ্ছাসীত।শিক্ষার্থীরা বলছে, অনেক দিন পর বন্ধুদের পেয়ে অকে খুশি তারা। স্বাস্থ্যবিধি মেনে তারা আরোও বেশিদিন ক্লাস করতে চায়।

মহামারীকালে দীর্ঘদিন শ্রেণিকক্ষ থেকে দূরে রেখে অনলাইনে ক্লাস চালিয়ে এসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তবে অনেক শিক্ষার্থীই এর বাইরে থাকায় সশরীরে ক্লাস নেওয়ার দাবি ছিল অভিভাকদের। স্কুল খুলে দেওয়ায় সন্তানদের নিয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে এসে তাদের মনেও যনে আনন্দের জোয়ার বইছে।তারা বলছেন নিয়মিত স্কুল খোলা রাখা একান্ত প্রয়োজন।  ছেলে-মেয়েদের জ্ঞানঅর্জনের প্রয়োজন রয়েছে। অনলাইনে ক্লাসের নানা অসংগতির সমালচনা করে তারা মনে করছেন সরাসরী পাঠদান শিক্ষার্থীদের জন্য অধিক সহায়ক বলে মনে করছেন তারা।

দেরবছর পর শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছাসে উৎসবমূখর পরিবেশ

অনলাইনে পাঠদানের নানা অসংগতি ছাপিয়ে সীমিত পরিষরে হলেও স্কুল খুলে দেওয়ায় শিক্ষক-শিক্ষিকারাও বেশ খুশি।তারা বলছেন, অনলাইনে পাঠদানে নেটওর্য়াক সহ নানাবিধ সমস্যা রয়েছে। সরাসরী ক্লাসে যেমন টা হাতে কলমে বোঝানো সম্ভব তা অনলাইনে সম্ভবপর নয়।

আদর্শ শিশু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন বলেন, সব শিক্ষার্থীদের একই দিনে স্কুলে আনা হচ্ছে না। এক্ষেত্রে সরকারী যে নির্দেশনা সে মোতাবেক ক্লাস প্রথম থেকে চর্তুথ শ্রেণী পর্যন্ত সাপ্তাহে ১ দিন করে ও পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রতিদিন পাঠদান হবে ।তবে করোনার সংক্নমণ যেন বেড়ে না যায় সেজন্য সকলকে সচেতনতার তাগিদ দেন তিনি।

এদিকে সরকারী পরিপত্র অনুযায়ী স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিদ্যালয়গুলোতে তদারকী করছে সংস্লিষ্টরা। উপজেলা সহকারী  শিক্ষা অফিসার সামিনা নারগীস বলেন, সরকারী পরিপত্র অনুযায়ী যে স্বাস্থ্যবিধি মানার বিষয়গুলো স্কুলে ঘুরে ঘুরে নিশ্চিত করছি। আমাদের সকল কর্মকর্তারা বিভিন্ন স্কুলে ঘুরে ঘুরে মনিটরিং করছেন।দেরবছর পর স্কুলে এসে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা সকলেই সন্তুষ্ট।

স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তে সকলের মধ্যে যে স্বস্তিবোধ দেখা যাচ্ছে তা যেন অস্বস্তিতে পরিণত না হয় সেদিকে সবার সজাগ থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে করোনার সংক্রমণ হার শূন্যের দিকে নামিয়ে আনতে পারলেই সবাই মিলে সুস্থ পৃথিবীতে স্বস্তির শ্বাস নেওয়া সম্ভব বলে মনে করছেন বোদ্ধামহল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।