ঢাকামঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফতুল্লা
অক্টোবর ৩, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ওয়ার্কসপ মিস্ত্রী সুমন (২৮) মারা গেছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুমন ফতুল্লার পাগলা পপুলার হাসপাতাল ভবনের চতুর্থ তলার ভাড়াটিয়া। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম ডেইলি নারায়ণগঞ্জকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা গেছেন। তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল। পাঁচদিন চিকিৎসা চলার পর মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

এর আগে ২৯ সেপ্টেম্বর রাতে সুমন তার তালতলা এলাকায় অবস্থিত ওয়ার্কসপের সার্টার খুলে বৈদ্যুতিক বাতি জালানোর জন্য সুইচ দিতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে ওয়ার্কসপের ভেতরে লাইন লিকেজ হয়ে গ্যাস জমে ছিলো। সেই গ্যাস বিস্ফোরণে ওয়ার্কসপের মালিকসহ সুমন মারাত্মক দগ্ধ হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম ডেইলি নারায়ণগঞ্জকে বলেন, বিস্ফোরণের ঘটনায় গুরুত্ব সহকারে তদন্ত চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।