ঢাকারবিবার , ১৯ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

স্কুলে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ১৯, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বন্দর:

বন্দরের হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীতে বোর্ড রেজিষ্ট্রেশনের জন্য অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। নবম শ্রেনীর প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে বোর্ড রেজিষ্ট্রেশন বাবদ ৪শ’ টাকা করে আদায় করছে এমন অভিযোগ করেন শিক্ষার্থীর অভিভাবকরা। বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটির কেহ জানেন না বলে জানান। ম্যানেজিং কমিটির সাথে কোন মিটিং না করেই প্রধান শিক্ষক এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এ ব্যপারে ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন জানান, নবম শ্রেনীতে বোর্ড ফি বাবদ আমার কাছ থেকে ৪শ’ টাকা নেয়া হয়েছে। তবে কি কারণে নেয়া হয়েছে তা আমি জানিনা।

স্কুলে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

তবে বিষয়টি খোঁজ নেব। এ ব্যপারে ম্যানেজিং কমিটির সদস্য নাছির উদ্দিন জানান, আমার সন্তানের জন্যও বোর্ড ফি বাবদ ৪শ’ টাকা নেয়া হয়েছে। বোর্ড ফি বাবদ ৪শ’ টাকা নেয়ার জন্য মিটিং করে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। এমন কোন মিটিং হয়েছে বলেও আমার জানা নেই। তবে আমি জানতাম না সরকার কত টাকা বোর্ড ফি নির্ধারন করেছে। এ জন্য স্কুল যা চেয়েছে আমি তাই দিয়েছি। এ ব্যপারে ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ূন কবির মৃধা জানান, সরকারি সিদ্ধান্ত আমার জানা নেই। আমি দলীয় কাজে ব্যস্ত থাকায় অনেক দিন যাবত স্কুলে যাওয়া হয় না। তাই আমি কিছু জানি না। তবে খোঁজ নিব। 

স্কুলে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

এ ব্যাপরে স্কুলের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের কাছে জানতে চাইল তিনি মিটিং চলছে বলে কোন কথা বলেননি। পরদিন স্কুলে চা পানের দাওয়াত দেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, আমরা বোর্ডে কোন চিঠি পাইনি। তাই কত টাকা নেয়া হতে তা আমরা বলতে পারছি না। এ ব্যপারে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, বোর্ড ফি’র টাকার হার সরকারি ওয়েব সাইটে দেয়া আছে। এর বেশী নেয়া অনৈতিক। সরকারের নির্দেশের বাইরে অতিরিক্ত টাকা নেয়ার কোন সুযোগ নেই।

আমি এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব। সরকারি ওয়েব সাইটে দেখা যায়, নবম শ্রেনীতে বোর্ড বাবদ সরকার ১৭১ টাকা নির্ধারণ করেছেন। অভিভাবকরা জানান, করোনার কারণে এমনিতেই শিক্ষা ব্যবস্থায় ধস নেমেছে। মানুষ আর্থিক সংকটে ভোগছে। আর এ সময় অতিরিক্ত টাকা নেয়া হলে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এর জন্য দায়ি অতিরিক্ত টাকা আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে সরকারের উর্ধতন কর্তৃপক্ষের খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া উচিৎ।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।