ঢাকামঙ্গলবার , ২ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থী‌দের দেয়া হ‌চ্ছে ফাইজার

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
নভেম্বর ২, ২০২১ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ডেইলি নারায়ণগঞ্জ রিপোর্ট

নারায়ণগঞ্জে ২৫ বছরের নিচে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের কারখানায় উৎপাদিত মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার এর বায়োনটেকের টিকা।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গনে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে এই টিকা দেন স্বাস্থ্য কর্মীরা।

এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ মোস্তফা আলী বলেন, ‘চারজন স্বাস্থ্য কর্মী দিয়ে দুটি বুথে ফাইজার টিকা দেওয়া হচ্ছে। যেখানে ৪০০জনকে দেওয়ার কথা সেখানে আমরা মানুষের চাহিদা অনুযায়ী ৬০০ জনকে এ টিকা দিচ্ছি। আমরা ১৬ হাজার টিকা পেয়েছি। সমানভাবে দিতে পারবো। এছাড়াও আমরা আবেদন দিয়ে রাখবো যাতে আরো টিকা আমাদের দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘এমন কোন নির্দেশনা নেই যে নির্দিষ্ট লোকদের ফাইজার টিকা দিতে হবে। এটা যেতে আনা নেওয়া ও তাপমাত্রা সংরক্ষণ করে শীততাপ নিয়ন্ত্রণ কক্ষে দিতে হয় সেজন্য আমরা সীমিত লোককেই দিচ্ছি। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী বয়স্ক লোকদের আগে দেওয়া হচ্ছে। এছাড়াও ২৫ বছরের নিচে শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হয়েছে। তবে শুনেছি ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল কলেজের শিক্ষার্থীদেরও এ ভ্যাকসিন দেওয়া হতে পারে। তবে সে বিষয়ে এখনও আমরা কোন দিক নির্দেশনা পাইনি।’

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।