ঢাকাবুধবার , ২৪ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

মেয়র জাহাঙ্গীর বহিস্কার, আইভী কেন নয়?

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
নভেম্বর ২৪, ২০২১ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

‌নিজস্ব প্র‌তি‌বেদক

দেশের রাজনৈতিক অঙ্গনে এখন অন্যতম আলোচিত বিষয় আওয়ামীলীগের মেয়র জাহাঙ্গীরের বহিস্কারের ইস্যু। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্ধান্তে শুধু বহিস্কারই নয়, স্বক্রিয় ভাবে আওয়ামীলীগ করার অধিকারও রাখেনি দলটি। ঠিক এমন সময় আওয়ামীলীগের ঘাটি খ্যাত নারায়ণগঞ্জের আওয়ামীলীগ নেতা কর্মী ও সমর্থকদের মাঝে দীর্ঘদিনের চেপে রাখা ক্ষোভের বহি:প্রকাশ ঘটতে শুরু করেছে সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীকে নিয়ে। কারণ, গত কয়েক বছরে মেয়র আইভী অব্যাহভাবে বর্তমান সরকার, নিজ দল ও দলের সভানেত্রী তথা মেয়র আইভীর বিরুদ্ধে যে বিষেদাগার করেছেন, তাতে আইভীকে অনেক আগেই দল থেকে বহিস্কার করা উচিত ছিল বলে মনে করছেন তারা।

শুধু বিষেদাগারই নয়, খোদ প্রধানমন্ত্রীর সংসদে দেয়া বক্তব্যের সমালোচনাও করেছেন আইভী, পাশাপাশি যে সাগার-রুনি ও তনু হত্যাকান্ডের মত সংবেদনশীল ২টি ইস্যু নিয়েও পরোক্ষভাবে সরকারের সমালোচনা করেছেন আইভী। মেয়র আইভীই নয়, তার শেল্টারে বেড়ে উঠা নারায়ণগঞ্জের জনবিচ্ছিন্ন বামদলের সমালোচিত নেতারাও মেয়র আইভীর সামনেই বহুবার আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে দু:সাহসিক কটুক্তি, বিষেদাগার করেছেন এবং করে চলেছেন। অথচ মেয়র আইভীকে দেখা যায় সেই কটুক্তিকারী ও বিষেদাগারকারীদের সাথেই। এসনকি গত মেয়র নির্বাচনে দলের শীর্ষ নেতাদের রেখে তিনি মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন সেই ‘বস্তাপচা’বাম খ্যাত আদালত স্বিকৃত প্রতারক রফিউর রাব্বিকে নিয়েই।

জানা গেছে, ২০১৩সালের ৬ডিসেম্ব মেয়র আইভী নারায়ণগঞ্জে ত্বকী মঞ্চের একটি অনুষ্ঠানে বলেছিলেন, “ দুই নেত্রী দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন”। ঐ বছরের ১৭সেপ্টেম্বর সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষন কর্মশালায় মেয়র আইভী বলেছিলেন, “ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গডফাদাররা খুন করে বেড়াচ্ছে”। ২০১৩ সালের ২৬মে ত্বকী মঞ্চের অপর একটি অনুষ্ঠানে মেয়র আইভী বলেছিলেন, “ বর্তমান সরকার খুনীদের পৃষ্ঠপোষক”। ২০১৪ সালের ১২জুন প্রথম আলোর গোল টেবিল বৈঠকে মেয়র আইভী আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর দেয়া সংসদে দেয় বক্তব্যেও তীব্র সমালোচনা করে বলেছিলেন, “ একটি-দুটি পরিবারের পাশে থাকলে হবেনা। জনগনের পাশে থাকতে হবে।

সাধারন মানুষ জেগেছে, যেকোন সময় বিস্ফোরণ ঘটবে”। ২০১৯সালের ৬মার্চ জিমখানা লেকে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে মেয়র আইভী বলেছিলেন, “ সাগর-রুনির ব্যাপারে আমরা অনেকেই জানি,অনেক কিছু জড়িত। তনু হত্যার বিচার কেন হচ্ছেনা সেটাও কম বেশী মানুষ বুঝতে পাওে কারা জড়িত”। নারায়ণগঞ্জের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থকরা মনে করেন মেয়র আইভীর এসব বক্তব্যের কারণে বহু আগেই তাকে দল থেকে বহিস্কার করা উচিত ছিল।

এব্যপারে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই মেয়র জাহাঙ্গীরের বহিস্কারের বিষয়টি যুক্তিসঙ্গত বলে দাবী করে জানিয়েছেন, যদি কেউ জাতির জনক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুটক্তি বা বিষেদাগার করে তবে তাকে অবশ্যই দল থেকে বহিস্কার করাটাই উচিত। তিনি বলেন, আমিও যদি বঙ্গবন্ধু বা সভানেত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তি করি আমারও বহিস্কার হওয়া উচিত। কিন্তু মেয়র আইভীর কটুক্তি সম্পর্কে জানতে চাইলে তিনি কোন মন্তব্য না করে বিষয়টি মেয়র আইভীকেই জিজ্ঞেস করতে বলে ফোন কেটে দেন।

এব্যপারে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল জানিয়েছেন, মেয়র আইভী মূলত আওয়ামীলীগের লেবাসে বামপন্থী সুশীলদের নেত্রী। ১/১১ গ্রুপের অন্যতম দোসর তিনি। তিনি অসংখ্যবার দল , সরকার ও আমাদের মাতৃতূল্য নেত্রীকে নিয়ে কুটক্তি বিষেদাগার করেছেন। এসব কর্মকান্ডের জন্য দলের হাজার হাজার কর্মী সমর্থকদের প্রশ্নবানে আমাদের জর্জড়িত হতে হয়। শুধু দলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আছে বলেই নীরব হয়ে থাকতে হয় কিন্তু আমাদের বুকের রক্তক্ষরণ বন্ধ হয়নি। কারণ, আমরা সবকিছু মেনে নিতে পারি কিন্তু নেত্রীর প্রশ্নে আমরা আপোষহীন।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।