ঢাকাবৃহস্পতিবার , ২ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

১৮বছরের অবজ্ঞা আর ক্ষোভের আগুন এখন দাবানলে রুপ নিচ্ছে

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
ডিসেম্বর ২, ২০২১ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

“অর্থের বিনিময়ে তৌফিক এলাহিকে উপদেষ্টা বানানো হয়েছে”, ‘এই সরকার আইয়ুব খানের সরকারের চেয়ে নিকৃষ্ট”, “দেশে অঘোষিত ইনডেমনিটি চলছে”- আমাদের মাতৃতূল্য প্রধানমন্ত্রী আর আমাদের সরকার নিয়ে এমন বিষেদাগার কারীকে নিয়ে ত্যাগী নেতাদের রেখে নৌকার মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। আর আমাদের দিনরাতের পরিশ্রমের পর নৌকায় চড়ে জয়ী হয়েই তিনি বলে ফেলেন তার কাছে আওয়ামীলীগ বিএনপি জামাত সব সমান। আবার যখন কোন অপশক্তির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার গন্ধ পান, তখন মেয়র আইভী বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা নাকি দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন, এই সরকার নাকি খুনীদের পৃষ্ঠপোষক। সময় বুঝে এমন ঔদ্ধত্বপূর্ণ মন্তব্য করতেও পিছপা হন না মেয়র আইভী। আমরা গত ১৮বছরের এমন পুনরাবৃত্তি দেখতে চাইনা, আমাদের হৃদয়ের ১৮ বছরের রক্তক্ষরণ এবার বন্ধ করতে চাই।

সোর্স: যুগের চিন্তা ফেসবুক

গত ২৯ নভেম্বর মহানগর আওয়ামীলীগের সভায় এমন ক্ষোভ আক্ষেপ আর হতাশা ভরা মন্তব্য করেছেন বর্ষীয়ান রাজনীতিবীদ বন্দর উপজেলা চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানসহ সিনিয়র কয়েক নেতা। ঐ সভায় প্রধান আলোচক হিসিবে উপস্থিত ছিলেন কমিটির সদস্য শামীম ওসমান এমপি। সেখানে মহানগর আওয়ামীলীগের অধিকাংশ সদস্য ও মহানগরের আওতাধীন ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৬টি ওয়ার্ড আওয়ামীলীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। এসময় সেখানে উপস্থিত শত শত কর্মী সমর্থকরাও তাদের ক্ষোভ আর কষ্টের কথা জানিয়েছেন। অত্যাসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে নারায়ণগঞ্জ মহানগরের ২৭টি ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে এভাবেই বইছে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী বিরোধী ঝড়। বিশেষ করে সাবেক পৌরসভা থেকে বর্তমান সিটি কর্পোরেশনের ১৮বছর ক্ষমতাকালে মেয়র আইভীর বিরুদ্ধে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভ রুপ নিচ্ছে দাবানালে।

ঐ সভায় আওয়ামীলীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইয়াসিন বলেন, ১৮ বছরের ক্ষোভের কারণ এতটাই লম্বা যে বলে শেষ করা যাবেনা। দলীয় সভানেত্রীর নির্দেশ আর সিদ্ধান্তকে আমরা মাথা পেতে নিয়েছি ঠিকই কিন্তু আমাদের শিরচ্ছেদ হয়ে গেছে বহু আগেই। হাজী ইয়াসিন বলেন, বেশী অতীতে যাওয়ার প্রয়োজন নেই, আপনি গত ৬ মাসের ঘটনাই পর্যালোচনা করুন জবাব পেয়ে যাবেন। তিনি বলেন, নির্বাচনের আগে কয়েকটি ওয়ার্ডে কিছু উন্নয়ন কাজ দৃশ্যমান করা হচ্ছে, যেটা ভোটের বা রাজনৈতিক কৌশল হতে পারে। কিন্তু যে যে ওয়ার্ডে তিনি যাচ্ছেন সেখানে বিশাল মঞ্চ করা হচ্ছে ঠিকই কিন্তু সেখানে বঙ্গবন্ধু ও আওয়ামীলীগ সভানেত্রীর ছবি ব্যানারে রাখা হচ্ছেনা। প্রধানমন্ত্রী শত শত কোটি টাকা দিচ্ছেন উন্নয়নের জন্য কিন্তু তার কথা বলা হচ্ছেনা, বলা হচ্ছে এই উন্নয়নের শতভাগ কৃতীত্ব আইভীর।

আরোও পড়ুনঃ মুক্তিযোদ্ধা সড়কের উদ্বোধনে জামাত-শিবির

তার চেয়েও কষ্টের বিষয়, যেখানেই যাচ্ছেন সেখানে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা দাওয়াত পাওয়া তো দুরের কথা, সেখানে দেখা যাচ্ছে হাইব্রীড আর চিহ্নিত বিএনপি-জামাতের লোকদের। গত সপ্তাহেই শহরের ১৮নং ওয়ার্ডে মেয়র আইভী মুক্তিযোদ্ধা সড়কের উদ্বোধন করেছেন ঐ এলাকার শীর্ষ ২ জামায়াত নেতাকে নিয়ে। ৮নং ওয়ার্ডের (সিদ্ধিরগঞ্জে) কাউন্সিলর অফিসের উদ্বোধন করেছেন যেখানে থানা আওয়ামীলীগের সভাপতি বা সাধারন সম্পাদককে বলাই হয়নি। এই অবমূল্যায়ন একদিনের না, বিগত ১৮বছর ধরেই চলছে। কর্মী সমর্থকদের এই ক্ষোভে ভরা প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ সাধারন সম্পাদক এড.হান্নান আহমেদ বলেন, আমি মনে করি নৈতিকভাবে মেয়র আইভী আর আওয়ামীলীগ করার অধিকার রাখেন না। গাজীপুরের মেয়র বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার কারণে বহিস্কার হয়ে গেছে কিন্তু আমাদের দলের মেয়র আইভী গত ১৮বছর ধরে অব্যাহতভাবে দল, সরকার ও সভানেত্রীকে নিয়ে বিষেদাগার করলেও তার কিছুই হয় না । কারণ হিসেবে তিনি কয়েকটি প্রমান উপস্থাপন করে বলেন, ‘ দুই নেত্রী দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন”(২০১৩ সালের ২২আগস্ট, ত্বকী মঞ্চের দেয়া আইভীর বক্তব্য), “বর্তমান সরকার নারায়ণগঞ্জে খুনীদের পৃষ্ঠপোষক”(২০১৩সালের ২ মে), “রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গডফাদাররা খুন করে বেড়াচ্ছে”( ২০১৩ সালের ১ সেপ্টেম্বর)- মেয়র আইভীর এসব বক্তব্য বিএনপি-জামাতের বক্তব্যের চেয়ে অনেক বেশী ভয়ঙ্কর বলেই মনে করেন তৃনমূলের নেতাকর্মীরা।

01
01
১৮বছরের অবজ্ঞা আর ক্ষোভের আগুন এখন দাবানলে রুপ নিচ্ছে
04
১৮বছরের অবজ্ঞা আর ক্ষোভের আগুন এখন দাবানলে রুপ নিচ্ছে
02
১৮বছরের অবজ্ঞা আর ক্ষোভের আগুন এখন দাবানলে রুপ নিচ্ছে
05
১৮বছরের অবজ্ঞা আর ক্ষোভের আগুন এখন দাবানলে রুপ নিচ্ছে
03
১৮বছরের অবজ্ঞা আর ক্ষোভের আগুন এখন দাবানলে রুপ নিচ্ছে
06
১৮বছরের অবজ্ঞা আর ক্ষোভের আগুন এখন দাবানলে রুপ নিচ্ছে

চন্দন শীল বলেন, বিএনপি-জামাতও বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীকে এত নেতিবাচক মন্তব্য বা বক্তব্য দেয়নি, যা দিয়েছেন নৌকার কাধে ভর করে নির্বাচনী বৈতরনী পার হওয়া এই মেয়র। এখানেই শেষ নয়, ১/১১ সৃষ্টিকারী হিসেবে অভিযুক্ত একটি জাতীয় পত্রিকার পক্ষ থেকে অনুষ্ঠিত একটি গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মেয়র আইভী নিজ দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর প্রতি ঔদ্ধতপূর্ণ বা সরল বাংলার বেয়াদবীতে ভরা বক্তব্য দিতেও ভুল(!) করেননি। ঐ বৈঠকে তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন, “একটি দুটি পরিবারের পাশে থাকলে হবেনা। জনগনের পাশে থাকতে হবে। আওয়ামীলীগ বা বিএনপি মনে করে ৬৪ জেলায় ৬৪ জন গডফাদার থাকলেই তাদের কাজ হয়ে যাবে। সাধারন মানুষ জেগেছে, যেকোন সময় বিস্ফোরন ঘটবে”। আমার মত দলের হাজারো কর্মী সমর্থকরা মনে করেন, এসব মন্তব্য করার পর মেয়র আইভী আওয়ামীলীগ করার মত নৈতিক অধিকার হারিয়েছেন অনেক আগেই।

১৮বছরের অবজ্ঞা আর ক্ষোভের আগুন এখন দাবানলে রুপ নিচ্ছে
১৮বছরের অবজ্ঞা আর ক্ষোভের আগুন এখন দাবানলে রুপ নিচ্ছে

বিষয়টি নিয়ে মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক খোকন সাহা বলেন, আওয়ামীলীগ অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। অথচ মেয়র আইভীর বিরুদ্ধে ৫৪০বছর মোঘলীয় আমলে নির্মিত মসজিদ দখলের অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ জেলা সৃষ্টির ইতিহাসের সাথে জড়িত শহরের দেওভোগ আখড়া মন্দিরের কয়েক শত কোটি টাকা মূল্যের সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর কোটি কোটি দরিদ্র আর খেটে খাওয়া মানুষ তাদের মাথার উপর ছাদ খুঁজে পাচ্ছে, মানুষের জীবিকার নিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সেখানে জিমখানা এলাকায় সরকারের রেলওয়ের সম্পত্তি দখল করে ৫হাজার হতদরিদ্র মানুষের মাথার ছাদ কেড়ে নিয়ে তাদের পথে বসিয়েছেন মেয়র আইভী।

এখানেই শেষ নয়, ঐতিহ্যবাহী রহমত উল্লাহ মুসলিম ইন্সটিটিউ ভবনটি উচ্চ আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা বহাল থাকলেও মেয়র আইভী প্রকাশ্যে দিবালোকে বিনা নোটিশে ভেঙে দিয়েছেন। প্রায় ৫০ জন ব্যবসায়ী আজ পথে পথে জীবিকার জন্য ঘুরে বেড়াচ্ছেন। অথচ তিনি নিজে ফুটপাত দখল করে পাঠাগার বানিয়েছেন। নারায়ণগঞ্জ শহর থেকে কয়েক হাজার দরিদ্র হকারকে উঠিয়ে দিতে ২০১৭ সালের ১৭ জানুয়ারী মেয়র সেলিনা হায়াৎ আইভী জামাত-বিএনপির চিহ্নিত ক্যাডারদের নিয়ে হকারদের উপর হামলা করে তাদের পন্য জ্বালিয়ে দিয়েছিলেন। আমরা ১৮বছর ধরে শেখ হাসিনা আর আওয়ামীলীগ সরকারের ইমেজ উন্নয়নের জন্য দিনরাত কাজ করছি। আর মেয়র আইভীর এসব কর্মকান্ডে আওয়ামী লীগ সরকারের প্রতি সাধারন মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করছে।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম বলেন, বিএনপি-জামাত আমলেও আমরা মামলা হামলার শিকার হয়েছি, ঘরবাড়িতে থাকতে পারিনি, সেসব তিক্ত ইতিহাস মনে হলেও আমাদের গর্ব লাগে এই ভেবে যে,দলের জন্য নূন্যতম ত্যাগ করতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের দল ক্ষমতায় থাকার পরেও দলীয় মেয়র আইভীর কাছ থেকে একের পর এক মামলা উপহার পেয়েছি আমরা। শহরে বিএনপি-জামাতের ক্যাডার নিয়ে হকারদের উপর হামলা করলেন মেয়র আইভী, কেন্দ্রীয় সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে আইভীকে রক্ষা করলেন শামীম ওসমান। আর আইভীর পক্ষ থেকে এই ঘটনায় দায়ের করা মামলায় প্রধান হুকুমের আসামী করা হলে এমপি শামীম ওসমানকে। প্রধান আসামী করা নিয়াজুল ইসলামকে, যাকে ৯৫সালে বিএনপির ক্যাডাররা গুলিতে ঝাজড়া করে মৃত ভেবে ফেলে রেখে গিয়েছিল। নিয়াজুলের ভাই নুজরুল ইসলাম সুইটকে খালেদা জিয়াকে কালো পতাকা দেখানোর অপরাধে বিএনপি জামাত আমলে রিমান্ডে থাকা অবস্থায় ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছিল। মামলার আসামী করা হয়েছে ত্যাগী ও সম্মুখ সারির যোদ্ধা এমন নেতাদের, যারা বিএনপি আমলে ঘরছাড়া হয়েছিল।

শাহ নিজাম আরোও বলেন, মহানগর আওয়ামীলীগের ২বার নির্বাচিত সাধারন সম্পাদক খোকন সাহা গত ২৫বছর ধরে দলের হাল ধরে আছেন। নারায়ণগঞ্জ আইনজীবি সমিতির ২বার নির্বাচিত সাধারন সম্পাদক। তার বিরুেদ্ধ মেয়র আইভী নিজে বাদী হয়ে গত ১০ই জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন। দলীয় ফোরামে কোন প্রকার আলোচনা ছাড়াই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দলের সাধারন সম্পাদকের বিরুদ্ধে মামলা করায় হাজারো নেতাকর্মীর মধ্যে ক্ষোভের আগুন জ্বলেছে। মেয়র আইভীর কাছে এমনটাই আশা করা যায়। কারণ, তিনিই সেই মেয়র আইভী, যিনি যুদ্ধাপরাধী আল বদর প্রধান আলী আহসান মুজাহিদ যখন ফাঁসির প্রহর গুনছিল তখন মুজাহিদের স্ত্রীর একটি ফোনে তার পরিবারের সকল সদস্যদেরকে অতি গোপনে নাগরিকত্ব সনদ প্রদান করেছিলেন।

আবু হাসনাত বাদল বলেন, এসব কথার বড় প্রমান হলো মহানগর আওয়ামীলীগে সভাপতি আনোয়ার হোসেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি নিজের মুখেই বলেছেন, আইভীকে বারবার জামাত বিরোধী সমাবেশে আসার দাওয়াত দেয়ার পরেও তাকে তিনি আনতে পারেননি। তাই আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের আগে মহানগরের ২৭টি ওয়ার্ডেই ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে।

বন্দর উপজেলা আওয়ামীলীগের নেতা হুমায়ন কবীর মৃধা বলেন, সারা জীবন বঙ্গবন্ধুর আদর্শ আর নেত্রীর নেতৃত্বে আওয়ামীলীগ করছি। যখন দেখি আমাদের দলের লেবাসে নৌকায় চড়ে জয়ী হয়েও কেউ দলীয় নেতাকর্মীদের অবজ্ঞা করে বিএনপি-জামাতের লোকজনকে পৃষ্ঠপোষকতা করেন, আমাদের মা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে বিষেদাগারকারীদের নিয়ে এক মঞ্চে রাজনীতি করেন, তখন বুকে রক্তক্ষরণ হয়। কর্মী সমর্থকদের মত আমাদেরও রক্ত উত্তেজিত উদ্বেলিত হয়। কিন্তু ধৈর্য্য ধরে থাকি শুধু দলের দিকে চেয়ে নেত্রীর দিকে তাকিয়ে। তবে যিনি এসব কাজ করে আসছেন, তার ভেতর নুন্যতম বিবেক বা নৈতিকতা থাকলে তিনি কখনওই আমাদের দলটি করতেননা। কর্মী সমর্থকরা যখন প্রশ্ন করেন, মেয়র আইভী আওয়ামী লীগের লেবাসে বিএনপি- জামাত করেন না কি বামপন্থী দলের উপদেষ্টা, তখন সেই প্রশ্ন আমাদের কাছে বিষের মত মনে হলেও সেই বিষ পান করতে বাধ্য হই।

সভায় প্রধান আলোচক শামীম ওসমান এমপি সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করে বলেন, সত্য কখনও গোপন থাকে না। নৌকায় চড়ে মেয়র হওয়া আইভীর সাথে বিএনপি-জামাতের গোপন আতাঁতের কথা ফাসঁ করেছেন খোদ মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আমাদের শ্রদ্ধার পাত্র জনাব আনোয়ার হোসেনও। তিনি ২০১৬ সালের ২৬আগষ্ট বন্দর এলাকায় একটি শোক সভায় বলেছিলেন, “ আইভীর জন্য দলীয় প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করতে বিএনপি জামাতের সাথে আতাঁত করে নির্বাচনে জয়লাভ করিয়েছিলাম”। আমাদের মাতৃতুল্য সভানেত্রী এসবই জানেন, পর্যবেক্ষন করেন। তিনিই এই দলের সিদ্ধান্ত নেয়া ও দেয়ার একমাত্র ক্ষমতা রাখেন। আমাদের ঠিকানা ঐ একটাই, সেটি হলো জননেত্রী শেখ হাসিনা। আপনারা নিশ্চিত থাকেন, তিনিই দলের ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীদের একমাত্র অভিভাবক। আমরা অবশ্যই সুবিচার পাবো।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।