নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন।
বুধবার (০৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৩৬ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন।
কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
একই সময়ে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।