একে একে উদ্ধার হলো নিখোঁজ নারায়ণগঞ্জের ৩ পর্যটকের লাশ। বান্দরবানের বাদুরের ঝর্ণা এলাকা থেকে লাশ গুলো উদ্ধার হয়।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে সকাল ৯টায় প্রথমে বোন ও দুপুর দেড়টায় ভাইয়ের লাশ উদ্ধার হয়। এর আগে মারিয়া ইসলাম নামের আরও একজনের লাশ উদ্ধার করা হয়।
গত ২২ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পরিবারের ১০ জন বান্দরবানের হোটেল দ্যা প্যারাডাইসে ওঠেন। বান্দরবানের নীলাচল, মেঘলা, নীলগিরিসহ বিভিন্ন স্পট ঘুরে বেড়ান।
শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতের বাসে তাদের নিজ বাড়িতে ফেরার কথা ছিল। শুক্রবার সকালে সাংগু নদীতে নৌকা ভ্রমণে বের হয়ে রোয়াংছড়ি উপজেলার তারাছা বাদুরের ঝর্ণা এলাকার সাংগু নদীতে মুছায়াত তানিম নদীতে গোসলে নামলে হঠাৎ নদীর মধ্যে তার পা মাটি থেকে সরে যায়।
তাকে উদ্ধারের জন্য বাকিরা নদীতে ঝাঁপিয়ে পড়লে ঘটনাস্থলে নারায়ণগঞ্জের আমিনুল ইসলামের মেয়ে মারিয়া ইসলাম (১৯) ডুবে মারা যায়। নিখোঁজ হন নারায়ণগঞ্জের ফতুল্লার জহিরুল ইসলামের ছেলে মো. আহনাফ আকিব (২২) ও মেয়ে মারিয়াম আদনিন (১৭)। শনিবার তাদের লাশও উদ্ধার করা হলো।
একে একে ৩ লাশ
সোর্স:নিজস্ব প্রতিবেদক
- Advertisement -
ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।