ঢাকাশনিবার , ১৮ জুন ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

চনপাড়ায় ২ গ্রুপের সংঘর্ষে নিহত ১ : গুলিবিদ্ধ ১০

আবু বকর সিদ্দিক
জুন ১৮, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া দুই দিনব্যাপী টানা সংঘর্ষে সজল মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত সজল চনপাড়ার ৯ নং ওয়ার্ডের ৮ নং প্লটের বুলু মিয়ার ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির মোল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়. আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত দেড় মাস যাবত চনপাড়ার সন্ত্রাসী জয়নাল গ্রুপের সাথে রাজা ও সিটি শাহিন গ্রুপের দফায় দফায় সংঘর্ষ চলছিল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ফের সংঘর্ষের ঘটনা ঘটে। যা থেকে থেমে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলছিল। এই সংঘর্ষে পারভীন, ডন আরিফ, মামুন, ফেরদৌস, হিরা, জুবায়ের, জালাল, শাওন, শহিদ, কাদেরসহ ২৫ জন আহত হয়। এদের মধ্যে ইটের আঘাতে আহত সজলকে শুক্রবার বিকেল ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যায় সে। নিহত সজল রাজা ও সিটি শাহিন গ্রুপের সদস্য বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।