ঢাকাবৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার মুখোমুখি হচ্ছে আ’লীগ-বিএনপি

আবু বকর সিদ্দিক
মার্চ ৯, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আগামী শনিবার (১১ মার্চ) নারায়ণগঞ্জে আবারো মুখোমুখি হতে যাচ্ছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই দিন দুই দলই তাদের কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। আর এসব কর্মসূচিকে ঘিরে যাতে কোন সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি না হয় সে জন্য নগরীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, নারায়ণগঞ্জে শনিবার বিকেলে বিদ্যুৎ-জ্বালানি ও নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিবাদসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করবে বিএনপি। গত ৪ মার্চ এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারায়ণগঞ্জের জেলা বিএনপির মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির সদস্য আতাউর রহমান ঢালী।অন্যদিকে, একই দিনে সারাদেশের জেলায় জেলায় শান্তি সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভা থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। এর আগেও নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টা কর্মসূচি পালন করেছে, যাতে কোন সংঘর্ষ বা সমস্যা সৃষ্টি হয়নি। তবে বিএনপির নেতৃবৃন্দদের দেয়া স্লোগানকে নিয়ে কড়া হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। জানা গেছে, গত ৪ মার্চ নারায়ণগঞ্জে বিএনপির পদযাত্রা চলাকালীন স্লোগান দেয়া হয় ‘হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাবার নাম’। একই দিন, রাইফেল ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শামীম ওসমান বলেন, ‘আমরা শেখ হাসিনার প্রশ্নে আপস করতে পারি না। নারায়ণগঞ্জকে শান্ত থাকতে দিন। আমি নারায়ণগঞ্জে একটি স্লোগান শুনেছি। “হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাবার নাম”। আমার মনে হয় আমি জাতির পিতার সৈনিক হতে পারিনি। আমার হাত-পা বাঁধা। নাহলে জনগণের কাছে যদি ভালোভাবে বিচার দেই জনগণ তাদের কাছে কীভাবে পৌছাবে জানা নেই।’ এদিকে, ১০ দফা দাবিতে মানববন্ধনের প্রস্ততি নেয়া হচ্ছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন। পাশাপাশি শান্তি সমাবেশের জন্যও সব রকমের প্রস্ততি নেয়া হচ্ছে বলে জানয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল জানান, কেন্দ্র যেহেতু কর্মসূচি দিয়েছে আমরা সেটা অবশ্যই পালন করবো। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ আলাদা ভাবে শান্তি সমাবেশ পালন করবে বলে জানান তিনি। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন জানান, শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আমাদের মানববন্ধন অনুষ্ঠিত হবে। এ জন্য আমরা পুলিশের কাছ থেকে অনুমোতিও নিয়েছি। আমাদের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও উপস্থিত থাকবেন। জেলা ও মহানগর আলাদা ভাবে কর্মসূচি পালন করবে। এদিকে, দুটো রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে যাতে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রেখে, নগরীতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ণ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।