ঢাকাসোমবার , ২৭ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

এবার তৈমূরের বিরুদ্ধে আইভীর অভিযোগ

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ২৭, ২০২১ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নাসিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে এবার পাল্টা নির্বাচন আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। ২৭ ডিসেম্বর আইভীর প্রধান নির্বাচনী এজেন্ট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আদিনাথ বসু রিটার্নিং অফিসারের কাছে ওই অভিযোগ দেন।

অভিযোগে তৈমূরের বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে গিয়ে ভোট প্রার্থনা, বিভিন্ন খেয়াঘাটে হ্যান্ড মাইকিং ব্যবহার, বিভিন্ন স্থানে সভা করছে। এগুলো কার্যত আচরণ বিধি লঙ্ঘনের শামিল। সমাবেশে তিনি তার বক্তব্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন।

উল্লেখ্য, এর আগে আইভীর বিরুদ্ধে নির্বাচনে কমিশনের কাছে লিখিতভাবে সরকারি দল কর্তৃক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। ঐ অভিযোগে তিনি সরকারি দলের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, সংসদস সদস্য নজরুল ইসলাম বাবু, মৃণাল কান্তি দাস, মীর্জা আজমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।