ঢাকামঙ্গলবার , ১১ জানুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

১ আইপিভি ও ৬ স্পিড বোট হস্তান্তর

আবু বকর সিদ্দিক
জানুয়ারি ১১, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য নির্মিত একটি ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি) এবং ৬টি ওয়াটার জেট প্রযুক্তির হাই স্পিড বোটের হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে এ হস্তান্তর অনুষ্ঠান করা হয়। ডিইডবিল্ট লি: এর কনস্ট্রাকসন সাইটে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী , আইপিভি এবং বোর্ডসমূহের হস্তান্তর কার্য সুসম্পন্ন করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন এ ধরনের যুদ্ধ জাহাজ এবং হাই স্পিড বোট নির্মাণ আমাদের দেশের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। এর ফলে একদিকে যেমন দেশীয় শিল্প প্রতিষ্ঠানের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পাবে, অন্যদিকে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে। প্রায় ৫৩ মিটার দৈর্ঘ্যের ২৩ নট গতিসম্পন্ন আইপিভি এবং ১৮ মিটার দৈর্ঘ্যের ২৭ নট গতিসম্পন্ন আধুনিক ওয়াটার জেট প্রযুক্তির হাই স্পিড বোটগুলো বাংলাদেশ কোস্ট গার্ডের বহরে যুক্ত হয়ে বাহিনীর নানা কাজে নিয়োজিত থাকবে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।