ঢাকাবৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশিং ফোরাম কমিটিতে বিতর্কিতরা

আবু বকর সিদ্দিক
মার্চ ১০, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

ফতুল্লা থানা পুলিশের সদ্য ঘোষিত কমিউনিটি পুলিশিং ফোরাম কমিটিতে বিতর্কিতদের স্থান নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় বইছে। গতকাল ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের ২৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির ঘোষনা দেয়া হয়। কমিটিতে বিতর্কিতদের স্থান দেওয়া নিয়ে তৈরি হয়েছে নানা তর্ক-বিতর্ক। তথ্যমতে, কমিউনিটি পুলিশিং এর যাবতীয় র্কমকান্ড অপরাধ প্রতিরোধ তথা অপরাধ যাতে ঘটতে না পারে সেই লক্ষ্যে পরিচালিত হয়। কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে পুলিশ জনগণকে নিজেরাই যাতে নিজ নিজ এলাকার অপরাধগুলো প্রতিরোধ করতে পারে তার জন্য জনগণকে আইনী পরার্মশ দেয়া, অপরাধ সম্পর্কে সচেতন করা,  অপরাধকর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য বা পরার্মশ দেয়া।কিন্তু বিপত্তি বাধে এখানেই, যাদের দ্বারা সমাজ বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে তাদেরকেই রাখা হয়েছে ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং ফোরাম কমিটিতে। এনিয়ে বিতর্কের যেন অন্ত নেই। ফতুল্লা থানা পুলিশকে বিতর্ক যেন ছাড়ছেই না।

জানা যায়, সদ্য ঘোষিত ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি মীর সোহেল আলীর বিরুদ্ধে সম্প্রীতি লিখিতভাবে থানায় ভূমিদস্যুতার অভিযোগ হয়েছে। অভিযোগগুলোতে উল্লেখ করা হয়েছে মীর সোহেল আলীর নির্দেশে ভূমিদস্যুতা পরিচালনা করা হয়ে থাকে বলে সুস্পষ্টভাবে লিখিত আছে।থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য তালিকায় বিতর্কিত জাহিদুল ইসলাম জনি ওরফে মোল্লা জনিকে রাখা হয়েছে। যার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, ভূমিদস্যুতাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

গত ২০২১ সালের ৮ এপ্রিল শিবু মার্কেট এলাকার আব্দুল সামাদ পুত্র কামাল হোসেনকে পিটিয়ে দুই হাত ভেঙ্গে দেয়ার ঘটনায় ওই মাসের ১৫ এপ্রিল ফতুল্লা মডেল থানায় মামলা হয়। পরবর্তীতে আহত কামাল হোসেনের বাড়িতে জাহিদুল ইসলাম জনি ওরফে মোল্লা জনির সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। তারা মামলা তুলে না নিলে বাদীকে হত্যার হুমকি দেয়।

এছাড়াও ২ কোটি টাকা বকেয়ার দায়ে চাঁদ নীট কম্পোজিট ইউনিট টু এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মালিক জাহিদুল ইসলাম জনি ওরফে মোল্লা জনির সন্ত্রাসী বাহিনীর কাছে দুই ঘন্টা অবরুদ্ধ ও লাঞ্চিত হয়েছিলো তিতাসের কর্মকর্তারা। এছাড়া এ জনির বিরুদ্ধেও সংবাদ সম্মেলন হয়। ফতুল্লায় এস বি নিট কম্পোজিট প্রতিষ্ঠান (কারখানা) ও ৭১ শতাংশ জমি দখলের অভিযোগে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, এ ব্যাপারে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপক তদন্ত করে যাদের নাম দিয়েছেন তাদের নিয়েই কমিটি গঠন করা হয়েছে।এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম (বার) বলেন, এরকম অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।