ঢাকাসোমবার , ৪ এপ্রিল ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ছুরিকাঘাতে আহত সাংবাদিক পুত্রকে দেখতে ভারপ্রাপ্ত এসপি

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
এপ্রিল ৪, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজের বড় ছেলে হামলার শিকার অনন্তের খোঁজ খবর নিয়েছে নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

নগরীর কলেজ রোডে অবস্থিত বাসায় সোমবার (৪ এপ্রিল) দুপুরে পরিদর্শনে যান। এ সময় স্বাগত জানান শরীফউদ্দিন সবুজ।

পুলিশের পক্ষে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও অপারেশন) মো. আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শাওন শায়লা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান, নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্জামান।

এর আগে ৩ এপ্রিল রাত পৌনে ১০টায় ঈদগাঁ সংলগ্ন মেলা ফুডের সামনে কিশোর গ্যাংয়ের হামলায় ছুরিকাঘাতে আহত হন শরীফউদ্দিন সবুজের বড় ছেলে অনন্ত।

সাংবাদিক পুত্র অনন্ত জানান, তাঁর সাথে ৪ থেকে ৫ জন ছিলো। প্রতিপক্ষ ছিল ২০ জন কিশোর। সেই কিশোররা এলাকায় এসে তাফালিং করতে চেয়ে ছিল। আমি তাফালিং করতে না দেওয়ায় মারধরের এক পর্যায়ে ছুরিকাঘাত করে।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান লাইভ নারায়ণগঞ্জকে জানান, সংবাদ কর্মীরা পুলিশের অংশ। তাই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দেখবো। ঘটনার সাথে জড়িত ৪ জনের নাম দিয়েছে, ৩ জনকে গ্রেপ্তার করেছি। বাকি যাদের নাম দিবে, তাদেরকেও যাচাই-বাছাই করে আইনের আওতায় আনা হবে।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।