ঢাকারবিবার , ১০ এপ্রিল ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিকদের উস্কানি দিয়ে শান্ত না’গঞ্জকে অশান্ত করার পায়তারা

আবু বকর সিদ্দিক
এপ্রিল ১০, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

আবারো ও ৮দফা দাবি নিয়ে পায়তারা চালাচ্ছে হোসীয়ারী শ্রমিকরা ইউনিয়নের (রেজিঃ ১২৩৮) নেতারা। শহরে ৮দফা দাবীতে বিক্ষোভ মিছিল করেছে হোসীয়ারী শ্রমিকগণ। রবিবার (১০ এপ্রিল) ১১টায় শহরের উকিলপাড়া থেকে মিছিলটি বের হয়। এদিকে শ্রমিকনেতা স্বপন দত্ত পবিত্র রমজান মাস চলাকালীন সময়ে রমজানের পবিত্রতা নষ্ট করে জনসাধারনের সামনে পানি পান করে। অন্য দিকে বাম নেতা হাফিজকে দেখা যায় মিছিলের নেতৃত্ব দিতে। শ্রমিকনেতরা উস্কানি দিচ্ছে শ্রমিকদের। শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার পায়তারা চালাচ্ছে তারা। শ্রমিকনেতাদের ইন্দনে চাষাড়ার সাধু পৌল গির্জার পশ্চিম পাশে একটি কারখানার শ্রমিকরা মিছিলে অংশ গ্রহননা করে কাজ করতে থাকলে আন্দোলনরত শ্রমিকরা তাদের জোর করে মিছিলে নামতে বলে, নামতে অশিকার করলে তাদেরকে মারধর করতে চায়।

এ বিষয়ে জানতে চাইলে হোসীয়ারী সমিতির সহ-সভাপতি (জেনারেল) কবীর হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, ইতিপূর্বে তারা একটি স্মারকলিপি আমাদেরকে দিয়েছে। সেটা নিয়ে মালিক, শ্রমিক ও নেতৃবৃন্দের সাথে বৈঠক হওয়ার কথা ছিলো। যাতে করে এর একটি সুষ্ঠু সমাধান হয়। কিন্তু তারা বৈঠকের পূর্বেই কেনো বিক্ষোভ মিছিল করলো সেটা আমার বোধগম্য নয়। এভাবে আন্দোলন সংগ্রাম করে দাবী আদায় সম্ভব নয়। মালিক ও শ্রমিক একে অন্যের পরিপূরক। তাছাড়া করোনকালীন সময়ে মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত থাকলেও যার যার সাধ্যমত শ্রমিকদেরকে সহযোগিতা করেছে। আমরা এখনো করোনার সংকট কাটিয়ে উঠতে পারিনি।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।