ঢাকামঙ্গলবার , ২৪ মে ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ভোটার হালনাগাদ প্রসংঙ্গে সিটি করপোরেশন’র সমন্বয় কমিটির সভা

আবু বকর সিদ্দিক
মে ২৪, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ভোটার হালনাগাদ তালিকা কর্মসূচী ২০২২ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও ভোটার হালনাগাদ শুরু হয়েছে তারি ধারাবাহিকতায় এ সভা হয়েছে। মঙ্গলবার (২৪ মে) দুপুরের দিকে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ঢাকা অঞ্চল নির্বাচন কমিশনার মাহফুজা আক্তার সভাপতির বক্তব্যে বলেন, সারা দেশে ভোটার হালনাগাদ তালিকা কার্যক্রম শুরু হয়েছে তাই আমাদের কাজের দায়িত্বটা বেড়েছে। আমাদের খেয়াল রাখতে হবে নির্ভুল তথ্যের মাধ্যমে যেনো ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহ করা হয়। কারণ যেকো কাজেই সবার আগে ভোটার কার্ড অর্থাৎ আইডি কার্ড লাগে। এই আইডি কার্ড যদি ভুল হয়, তাহলে অনেক সমস্যা তৈরি হতে পারে তাই সঠিক তথ্যের মাধ্যমে হালনাগাদ তালিকা তৈরি করবো আমরা।

সমন্বয় কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনার মো. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিউল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহকারী সচিব মো. হান্নান মিয়া, জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজ খাতুন, সোনারগাঁও উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ উর রহমান, আড়াই হাজার উপজেলা নির্বাচন অফিসার সুলতানা এলিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল হাসান প্রমূখ।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।