৮ বছর পর গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে মুত্যুদন্ড প্রাপ্ত নারী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জের একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাদিয়া আক্তারকে (৩২) আট বছর পর গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ২০০৯ সালে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে ও একটি হত্যা মামলা দায়ের হয়। দীর্ঘ শুনানি শেষে ২০১৪ সালে আদালতের বিজ্ঞ বিচারক এ হত্যা মামলায় রায় ঘোষণা করেন। সেই মামলার রায়ে ৫ জনকে মৃত্যুদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা দণ্ড প্রদান করেন। ওই মামলার আসামি গ্রেপ্তারকৃত সাদিয়াকে মৃত্যুদণ্ডের সঙ্গে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড রায় ঘোষণা করেন। রায় ঘোষণা হওয়ার পর থেকে এ মামলার সকল আসামিরা গা ঢাকা দেন। গত মাসে থানায় এই মামলার আসামি সাদিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা আসে।

পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে সাদিয়ার পরিচয় নিশ্চিত হয়ে শুক্রবার গভীর রাতে কদমতলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি ১৪ বছর আগের। মামলা হওয়ার সময় গ্রেপ্তারকৃত সাদিয়ার বয়স ছিল ১৮ বছর। সে আদালতে ভুল ঠিকানা ব্যবহার করে গাঁ ঢাকা দিয়ে ছিলো। তাই তথ্য প্রযুক্তির সাহায্যের মাধ্যমে তাকে নিশ্চিত শনাক্ত করে গ্রেপ্তার করা হয় । শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ