সোনারগাঁয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ নেতা ও ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের ছেলে আব্দুল আহাদসহ তিনজনকে ফের ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।রিমান্ডকৃতরা হলেন, মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ষোলঘরের ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের ছেলে আব্দুল আহাদ (২২) ও তার দুই সহযোগী ওই জেলার লৌহজংয়ের নাগেরহাটের মৃত শেখ জয়নুল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম (৩৪) ও শ্রীনগরের ষোলঘর ভূইচিত্র এলাকায় মো. আক্কাস মোল্লার ছেলে মো. নাজমুল মোল্লা(২৩)।২৬ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে তাদের বিরুদ্ধে আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে।এর সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, কনটেইনারভর্তি মদ উদ্ধারের ঘটনায় ১১ জনকে আসামি করে মামলা করা হয়। এর মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়। প্রথম দফায় ২৫ জুলাই ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালত আব্দুল আহাদের দুদিনের ও বাকি দুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।আদালত সূত্রে জানা যায়, দুটি কনটেইনারে ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ ছিল। যার আনুমানিক মূল্য ৪৭ কোটি টাকার মতো। গত ২৩ জুলাই ভোর পাঁচটার দিকে র্যাব-১১ বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী থেকে কনটেইনার দুটি জব্দ করে। পরে বেলা একটায় র্যাব ও কাস্টমসের কর্মকর্তাদের উপস্থিতিতে কনটেইনার খুলে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করে র্যাব। তবে, সেই সময় কারো নাম প্রকাশ করেনি। পরে র্যাব জানান, ভূয়া চালানের মাধ্যমে মদ গুলো আমদানী করা হয়েছিল।
২ কন্টেইনার মদের ঘটনায় ফের আ’লীগ নেতার ছেলেসহ রিমান্ডে তিনজন
সোর্স:আদালত প্রতিবেদক
- Advertisement -
ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।