ঢাকাবৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে বিদেশ পাঠানোর নাম করে টাকা আত্মসাতের অভিযোগ

আবু বকর সিদ্দিক
নভেম্বর ১৭, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বন্দরে বিদেশ পাঠানোর নাম করে হতদরিদ্র শিল্পী বেগমের কাছ থকেে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা আত্নসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রতারক আদম বেপারি কাজল মিয়া ও তার স্ত্রী সানোয়ারা বেগমের বিরুদ্ধে । এ ঘটনায় ভূক্তভোগী নিরিহ শিল্পী বেগম বিচারের আশায় মানুষরে ধারে ধারে ঘুরে বিচার না পয়েে এ ব্যাপারে বৃহস্পতবিার দুপুরে প্রতারক আদম বপোরী দম্পত্তীকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ সূত্রে জানা গেছে বন্দর থানার ২০নং ওর্য়ার্ডের মাহামুদনগর এলাকার মৃত কাজল মিয়ার ছেলে শিল্পী বেগমের ছেলে সিয়ামকে র্পূব পরচিতি একই থানার ঘারমোড়া সরদার বাড়ী এলাকায় বসবাসরত কাজল মিয়ার স্ত্রী সানোয়ারা বেগম দুবাই পাঠানোর প্রস্তাব দেয়। শিল্পী গত ১১ মাস র্পূবে তার ছেলে সিয়ামকে দুবাই পাঠানোর জন্য নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা ও একটি পাসপোর্ট নেয়। এক সময়ে প্রতারক আদম কাজল ও তার স্ত্রী সানোয়ারা সিয়ামকে বিদেশে না নিয়ে উল্লেখিত টাকা আত্মসাত করে প্রতারক আদম কাজল আত্মগোপন কর। এ ঘটনায় গত বুধবার (১৬ নভম্বের) সকাল ১০টায় হতদরদ্রি শিল্পী বিবাদির বাড়িতে এসে পাওনা টাকা চাইলে ওই সময় প্রতারক কাজল ও তার স্ত্রী লেডি সন্ত্রাসী সানোয়ারা ক্ষিপ্ত হয়ে উল্টা নরিহি শল্পিি বগেমকে বদেম ভাবে পটিয়িে আহত করা সহ টাকা চাইলে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করে বাড়ি থকেে তাড়য়িে দয়ে। এ ঘটনায় থানায় লখিতি অভযিোগ দায়রে করা হলে অভযিোগ পয়েে বন্দর থানা পুলশি ঘটনাস্থল পরর্দিশন করেছে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।