ঢাকারবিবার , ২৭ নভেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের উপর হামলা, বিএনপির ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আবু বকর সিদ্দিক
নভেম্বর ২৭, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর ককটেল নিক্ষেপ, বিএনপির ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় পুলিশ আত্নরক্ষায় গুলি ছুড়লে হামলাকারী বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়। এ সময় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন আহত হন।রবিবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। এর আগে শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নাসিক ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৪টি অবিষ্ফোরিত ককটেল ও একটি বিষ্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আহত এসআই সানোয়ার হোসেন বাদি হয়ে বিএনপি নেতা আবদুল হাই রাজু, এম.এ হালিম জুয়েলসহ ২১ জনের নাম এজহারে উল্লেখসহ আরো ১৫/১৬ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার বলেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গতকাল রাতে বিএনপির নেতাকর্মীরা আগামী ১০ ডিসেম্বর বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে পুলিশের উপর ককটেল নিক্ষেপ করে তারা। এতে আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ আত্মরক্ষায় ১১ রাউন্ড গুলি ছুড়লে অভিযুক্তরা সবাই পালিয়ে যান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।