ঢাকামঙ্গলবার , ২৩ মে ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

না’গঞ্জে রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ভয় পান

আবু বকর সিদ্দিক
মে ২৩, ২০২৩ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা কারও জীবন নিতে চাই না। কাউকে আঘাত করতে চাই না। কিন্তু পুলিশ ঠান্ডা মাথায় এই নারায়ণগঞ্জের রাজপথে শাওনকে গুলি করে হত্যা করল। শাওনের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। তাই আমরা শেখ হাসিনার শাসনের অবসান চাই।মঙ্গলবার (২৩ মে) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রার শুরুতে শহরের খানপুর ৩ শ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক। সেখানে জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। প্রধানমন্ত্রী বলেছেন, তিনি মৃত্যুকে ভয় করেন না। কিন্তু তিনি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনকে ভয় পান। আজকে তিনি নাইকো মামলার বিচার শুরু করেছেন। অথচ এই মামলায় তিনি নিজে আসামি ছিলেন। ক্ষমতার জোরে তিনি নিজের নাম বাদ দিয়ে বেগম খালেদা জিয়াসহ আরও কয়েকজনের নাম দিয়ে দিয়েছেন। এই বিচার প্রহসনের বিচার, হিংসা পরায়নের বিচার।নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী পুলিশ ও র‌্যাব নিয়ন্ত্রণ করেন। তাকে সবাই ভয় পায়। তার এই দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াই করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আপনারা সবাই ঐক্যবদ্ধ হোন। ঐক্যবদ্ধ হয়ে আগে এদের রাষ্ট্রক্ষমতা থেকে নামাতে হবে। আমরা সাচ্চা বিপ্লবী কর্মী। ওরা পুলিশ সঙ্গে নিয়ে হামলা করে। আমাদের হাতে তো অস্ত্র নেই। আমরা খালি হাতে আন্দোলন করি, আমরাই প্রকৃত সাহসী।নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ প্রমুখ।সমাবেশ শেষে নগরীর খানপুর ৩ শ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে পদযাত্রা শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।