ঢাকাসোমবার , ১৩ সেপ্টেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৬

আবু বকর সিদ্দিক
সেপ্টেম্বর ১৩, ২০২১ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

নগর প্রতিবেদক:

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫৬ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ২৫ হাজার ৬৬৩ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ৩১৯ জন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ১৪ জন, সদরে ১৮ জন, বন্দরে ৪ জন, আড়াইহাজারে ৫ জন, সোনারগাঁয়ে ৫ জন ও রূপগঞ্জে ১০ জন আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৪৪ জন ও আক্রান্ত ৮ হাজার ৮৫০ জন।  অন্যদিকে সদর উপজেলায় মারা   গেছেন ৫৭ জন ও আক্রান্ত ৫ হাজার ২৮২ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৫২ ও মারা গেছেন ৩০ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ১ হাজর ৭৯৩ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ২ হাজার ৭০০ জন ও মারা গেছেন ৬৬ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৮৬ জন।

জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ৬৬ হাজার ০১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৬৭ জনের।

করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ২৪ হাজার ৪৮৭ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৮ হাজার ৪৪৮ জন, সদর উপজেলার ৫ হাজার ০৩১ জন, রূপগঞ্জের ৪ হাজার ২৯০ জন, আড়াইহাজারের ১ হাজার ৭৪০ জন, বন্দরের ২ হাজার ৪৩৭ ও সোনারগাঁয়ের ২ হাজার ৫৪১ জন।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।