ঢাকাশনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

মাদক সেবনে বাধা, ফতুল্লায় যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, ফতুল্লা
ডিসেম্বর ২৩, ২০২৩ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় শিথিল নামে এক যুবককে এলোপাথারী কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে ফতুল্লার দক্ষিন শিয়াচর এলাকায় ধানসিড়ি চাল ঘরের পিছনের মাঠে এঘটনা ঘটে।
এঘটনায় শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে দুই সন্ত্রাসী সোহেল (৩৩) ও রাব্বি (২৫)’র নাম উল্লেখ করে ৫ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে আহত যুবকের বাবা সওকত।

মামলায় উল্লেখ করা হয়, দক্ষিন শিয়াচর ইয়াদ আলী মসজিদ এলাকার সওকত আলীর মেয়ে চাদঁনী বাড়ি নির্মান করছে। সে বাড়িতে স্থানীয় সন্ত্রাসী সোহেল, রাব্বি ও তাদের বাহিনীর সদস্যরা বসে আড্ডা দেয় এবং মাদক সেবন করে। বিষয়টি দেখতে পেয়ে চাঁদনী তাদের বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে চাঁদনীকে হুমকি দেয়।
বৃহস্পতিবার রাতে ওই সন্ত্রাসীরা আবারো মাদক সেবনের আড্ডায় বসলে চাঁদনীর ভাই শিথিল (৩৫) গিয়ে তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শিথিলকে সন্ত্রাসীরা এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত করেছে। এরপর তারা শিথিলকে মৃত ভেবে পালিয়ে যায়।

মামলার বাদী সওকত জানান, শিথিল ঢাকা মেডিকেলে ভর্তি আছে। তার অনেক রক্তক্ষরন হয়েছে। চিকিৎসক বলেছে উন্নত চিকিৎসা দিতে হবে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, এঘটনায় মামলা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।