ঢাকাবুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনে কাটা পড়া শ্রবণ প্রতিবন্ধি বৃদ্ধের পরিচয় মিলেছে

আবু বকর সিদ্দিক
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক, ফতুল্লা

ফতুল্লায় ট্রেনে কাটা পড়া অজ্ঞাত বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে।  তার নাম আব্দুর রব  রাঢ়ি (৬৮)। তিনি বরিশাল পটুয়াখালী জেলার রাঙ্গাবালী এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জে মেয়ের শ্বশুড় বাড়িতে বেড়াতে আসেন।

এর আগে, শনিবার রাতে ফতুল্লার কোতালেরবাগ হকবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুর রব রাঢ়ি নামে ওই ব্দ্ধৃ নিহত হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

নারায়ণগঞ্জের রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোখলেস বলেন, ফতুল্লার কোতালেরবাগ হকবাজার এলাকায় শনিবার রাতে  ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়। পরবর্তীতে নিহতের পরিবার এসে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার পরিচয় শনাক্ত করতে পারি। প্রাথমিক ভাবে জানতে পারি নিহত বৃদ্ধ শ্রবণ শক্তি কম ছিলো। তাই ট্রেনের আওয়াজ শুনতে পারে নাই।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।