ঢাকাশুক্রবার , ১ অক্টোবর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

নাসিকের ওয়েব সাইটে কেন পর্ণের লিংক?

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
অক্টোবর ১, ২০২১ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র স্হানীয় গণমাধ্যমে ধারাবহিকভাবে প্রকাশিত হওয়ায় মেয়র সেলিনা হায়াৎ আইভি আরোচনা-সমালোচনার তুঙ্গে রয়েছেন। নির্বাচন যত ঘনিয়ে অসছে সমলোচনার ঝড়ও যেন একই তালে তীব্র আকার ধারণ করছে। সম্প্রতি একজন অনলাইন একটিভিস্ট, ব্লগার ও আইটি ডেভলপারের একটি ব্লগ পোস্টে নাসিকের গর্হিত কর্মকান্ডে সমালোচনার ঝড়ে বাড়তি মাত্রা যোগ করেছে। নাসিকের সাইটে পর্ণের লিংক! কিন্তু কেন? এই শিরোনামে ব্লগ পোস্টটি প্রকাশ করেন ব্লগার, অনলাইন একটিভিস্ট ও আইটি ডেভলপার রিয়াজুল ইসলাম।

আসন্ন নির্বাচন ঘিরে যেখানেই অনিয়মের আঙ্গুল উঠছে, সেখানেই নড়ে-চড়ে বসছে সিটি কর্পোরেশন! ব্লগ পোস্ট শেয়ার হওয়ার দু’দিন পর বিষয়টি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আমলে নিয়ে পর্ণ সাইটগুলো নাসিকের ওয়েবসাইট থেকে অপসারণ করে কর্তৃপক্ষ। শুধুতাই নয় অনিয়মের চিত্র দেখা গেছে আলী আহম্মেদ চুনকা পাঠাগারের ওয়েবসাইটেও। উল্লেক্ষ্য নাসিকের ওয়েব সাইট সূত্রে জানা যায়, ২০১১ সালের মে মাসে এই পাঠাগার নির্মাণের কার্যাদেশ প্রদান করা হয়। ঠিকাদার হিসেবে নিয়োগ দেয়া হয় মেয়রের অনুসারী ও অত্যন্ত ঘনিষ্ঠভাজন হিসেবে পরিচিত একেএম আবু সুফিয়ানের মালিকানাধীন মেসার্স রত্না এন্টারপ্রাইজ ও জাকির হোসেনের মালিকানাধীন মেসার্স মুনিয়া এন্টারপ্রাইজ নামক দু’টি প্রতিষ্ঠানকে। এরপর ৬বছরে পর্যায়ক্রমে ৩ধাপে ২৬কোটি ৩২লক্ষ ৯১হাজার ৮০৪টাকা ব্যায়ে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে আলী আহম্মেদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের কাজ সম্পন্ন হয়।

২০১৭-২০২১ এই ৪বছরেও আলী আহম্মেদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের নিজস্ব ওয়েব সাইট নির্মাণ করতে পারেনি কর্তৃপক্ষ। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে এ সম্পর্কিত কোন তথ্যই দেখা যায় না, অর্থাৎ একেবারেই ফাঁকা। তবে সম্প্রতি তারা এই সাইটে নির্মাণ প্রক্রিয়াধীন লেখা সম্বলিত নোটিস টানিয়ে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্ঠা চালাচ্ছে।

অনিয়মের ধারাপাত শুধু এখানেই সীমাবদ্ধ নয়। নাসিকের ই-হোল্ডিং ট্যাক্স ও ই-পানি সরবরাহ বিল এ দুটি ওয়েব লিংকের দখলে রয়েছে টাইম নাউ নমেরে একটি বেসরকারি প্রতিষ্ঠান। সরকারি সাইটে বেসরকারি ওয়েব লিংক সংযুক্ত করা কতটা যুক্তিযুক্ত সে প্রশ্ন রয়েই যায়। তাছাড়া নাসিকের সাইটে প্রদত্ত নগরবাসীর গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার যথেষ্ট ঝুঁকিও রয়েছে। ডেইলি নারায়ণগঞ্জ এর পাঠকদের জন্য ব্লগ পোস্টটি হুবহু তলে ধরা হল:

একজন অনলাইন একটিভিস্ট ও ডেভলপার হওয়ার, নতুন নতুন সব টেকনলজি ও টেক পন্যের প্রতি আমার চাহিদা থাকবে যা স্বাভাবিক। প্রায়শই আমি বাহিরের বড় বড় ওয়েবসাইট গুলোতে ভিজিট করি। আমি দেশে ও বাহিরে সব মিলিয়ে প্রায় ৭০০+ ওয়েবসাইট ডিজাইন করেছি। আমার ৬ বছরের , অভিজ্ঞতায় অনেক ধরনের ডেভলপারের , অনেক রকমের কাজ দেখেছি।

তবে আমি নারায়ণগঞ্জ ‍সিটি কর্পোরেশনের একটি সাইট দেখে খুব অবাক ও বিরক্ত হলাম। এ ধরনের কাজ কোন সুস্থ্য মস্তিস্কের ডেভলপার বা আইটি এক্সর্পাটের হতেই পারে না।

দেশের সরকারি ওয়েবসাইট গুলোর অবস্থ্যা খুব নাজুক। নারায়ণগঞ্জ ‍সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে নাসিকের ২১-২২ সালের বাজেটের তথ্য দেখতে গিয়েছিলাম । কিন্তু দুভার্গ্য বশত সেখানে ব্যানার ছাড়ার আর কিছুই পেলাম না। বড়ই হতাশ হলাম।

দেশ ডিজিটাল হয়েছে। অনেক সরকারি –বেসরকারি সেবা অনলাইনেই পাওয়া যায়। তাই কৌতুহল বশত নাসিক এর ওয়েবসাইটের অন্যান্য পেইজগুলো ভিজিট করি। ডেভলপার হওয়া সত্ত্বে আমি সাইটগুলো কোন পোগ্রামিং ল্যাংগুয়েজে লেখা তা দেখতে সাইটের ভিউ সোর্স এ ক্লিক করি।

প্রথমত আমি ক্লিক করি আলি আহম্মেদ চুনকা পাঠাগারের ওয়েবসাইট এ, কিন্তু হতাশা জনক হলেও সত্য, সাইট সম্পূর্ন ফাকা। জানি না এসব কাজের টেন্ডার হয় কিনা, তবে এই আর্টিকেল লেখার সময় এর জন্য টেন্ডার হয়েছে কিনা জানার জন্য গুগলে সার্চ করলে দেখতে পাই। নাসিকের সে মেয়র হয়তো দুনীতিগ্রস্থ এরকম কয়েকটি সংবাদ।

যাই হোক প্রথমতো নাসিকের সকল লিংক সরকারি হওয়া উচিত যেহেতু এটি সরকারি একটি প্রতিষ্ঠান। নাসিকের পানি সরবারহ বিল ও ই-হোল্ডিং ট্যাক্স এর জন্য অন্য এক প্রতিষ্ঠানের ডোমেইন ব্যবহার করা হচ্ছে। নগর বাসীর তথ্য অন্য কোম্পনির হাতে চলে যাচ্ছে।

নাসিকের পানি সরবারহ বিলই-হোল্ডিং ট্যাক্স সাইট মূলতো কোন পোগ্রামিং ল্যাগুয়েজ ব্যবহার করা হয়েছে, দেখতে আমি ভিউ সোর্স এ ক্লিক করার পর দেখতে পাই কিছু, পর্ন সাইটের লিংক।

আমার বোধগম্য হয়নি আসলে কোন কারনে এই লিংকগুলো ব্যবহার করা হয়েছে। মনে হতে পারে এস.ই.ও এর জন্যে, কিন্তু এরকম সরকারি সাইটের কাজে এ ধরনের পর্ন সাইটের লিংক ব্যবহার করে, এ ধরনের সেবা নেয়া কোন ভালো কাজ নয়।

আশা করি ভবিষৎতে ভালো আইটি ফার্ম থেকে সাইটগুলোর কাজ করা হবে। এ ধরনের কাজ কখনোই ভালো কাজ হতে পারে না। আর নগরবাসীর তথ্য অন্য কারো হাতে তুলে দেওয়াও ঠিক নয়।

আরো পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।