ঢাকামঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বন্দরে প্রতারক চক্রের জালে ভাতাভোগীরা

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
নভেম্বর ২৩, ২০২১ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বন্দর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুস্থ, বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতার টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে প্রতারণার শিকার দু’জন ভুক্তভোগী উপজেলা সমাজসেবা অফিসে অভিযোগ জানান। পরে বন্দর উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্কতা বার্তা দেয়া হয়।

সতর্কবার্তায় উপজেলা প্রশাসন জানায়, ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ভাতাপ্রাপ্ত সম্মানিত নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বন্দর উপজেলার (৫টি ইউনিয়ন এবং সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ড) বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতাসহ বিভিন্ন ভাতাভোগীদের কাছে ফোন করে সমাজসেবা অফিসারের পরিচয়ে একদল অসাধু প্রতারক চক্র তাদের কাছ থেকে ওটিপি বা পিন নাম্বার নিয়ে ভাতার টাকা উত্তোলন করে আত্মসাৎ করার চেষ্টা করছে। উপজেলা সমাজসেবা অফিসার অথবা অন্যকোন সরকারি কর্মকর্তা কখনও কোন অবস্থাতেই ভাতাভোগীদের কাছ থেকে কোন ওটিপি বা পিন নাম্বার জিজ্ঞেস করেন না। এ ধরণের গোপনীয় তথ্য অন্য কাউকে প্রদান না করার জন্য উপকারভোগীদের বিশেষভবে অনুরোধ করা যাচ্ছে। এ সংক্রান্ত যেকোন প্রয়োজনে উপজেলা সমাজসেবা অফিস অথবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’


এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা সমাজসেবা অফিসার ফয়সাল বলেন, ‘আজ সকালে দু’জন ভুক্তভোগী সমাজসেবা অফিসে আসেন এবং এ বিষয়ে জানায়। এ সময় আমরা তাদের সতর্ক করি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো হয়েছে।’

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কুদরত এ খুদা বলেন, ‘এ বিষয়ে আজ উপজেলা সমাজসেবা অফিসার আমাকে জানান। আমরা তাকে আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছি। পাশাপাশি ভাতাপ্রাপ্তদের সতর্ক করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সতর্কতামূলক পোস্ট দেয়া হয়।’

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।