ঢাকামঙ্গলবার , ১৪ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

না.গঞ্জ হাই স্কুলে সৌর-বিদ্যুৎ স্থাপন

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
ডিসেম্বর ১৪, ২০২১ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সরকারি হাইস্কুলে ব্যবস্থা হল সৌর বিদ্যুতের। বসানো হল ‘সোলার প্যানেল’। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ স্কুলে ব্যবহার হবে। তাতে খরচ কমবে এবং স্কুলের উন্নয়নে আরও কাজ করা যাবে। নারায়ণগঞ্জ জেলার কোন স্কুলের ক্ষেত্রে এই ব্যবস্থা প্রথম।
এই ‘সৌর বিদ্যুৎ সোলার প্লান্ট’টি মঙ্গলবার (১৪ ডিনেম্বর) দুপুরে উদ্বোধন করেছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান।
সিএসআর প্রকল্পের আওতায় স্কুল শিক্ষার্থীদের ব্যবহারের জন্য ৫কিলোওয়ান ক্ষমতাসম্পন্ন সোলার প্লান্ট বিনামূল্যে প্রদান করে
ডিপিডিসি। এখন থেকে সৌরশক্তিতে স্কুলটির শ্রেণিকক্ষের আলো, পাখা থেকে শুরু করেÍ সবই চলে।
ডিপিডিসির পরিচালক প্রকৌশলী আবদুল্লাহ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিপিডিসির পরিচালক(অর্থ) প্রকৌশলী গোলাম মোস্তফা, নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল।
এসময় নারায়নগঞ্জ ডিপিডিসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান বলেছেন, দেশে আপাতত বিদুৎতের দাম বাড়ানোর কোন সম্ভাবনা নেই। তিনি বলেন দেশে এখন দৈনিক ২৫০০ মেঘাওয়াট বিদুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে উৎপাদিত বিদুৎতের মাধ্যমে দেশের বিদুৎতের চাহিদা পুরন করা সম্ভব হচ্ছে। আগামীতে বিদুৎ চাহিদা পুরনের জন্য আরো কিছু মেঘা প্রকল্প গ্রহন করা হয়েছে।তিনি বলেন দেশে যে কোন সেক্টরে উৎপাদন বাড়াতে হলে বিদ্যুতের বিকল্প নেই। বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের সাথে পাল্লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।