ঢাকারবিবার , ১৯ ডিসেম্বর ২০২১
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

‘তৈমূরের নির্বাচন পরিচালনার নেতৃত্বে গিয়াস

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১৯, ২০২১ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সাবেক এমপি মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলমের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বাসভবনে এক সভা শেষে এ তথ্য জানান স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার নিজেই। সিদ্ধিরগঞ্জ থেকে আগত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ওই সভাটি অনুষ্ঠিত হয়।

স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম বলেন, এই নির্বাচন পরিবর্তনের নির্বাচন, এই নির্বাচন করের করের বোঝায় নিস্পেশিতদের মুক্তির নিবাচন। এই নির্বাচন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, পেশাজীবীসহ সকলের নির্বাচন।

প্রতিবছরই কর বাড়ানো হচ্ছে। ট্রেড লাইন্সেসের কর ১০ গুন করা হয়েছে, পানির চাপ কল বসানোর করও বৃদ্ধি করা হয়েছে, প্রতিটি সেক্টরে কর বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে নাগরিক সেবা থেকে জনগণ বঞ্চিত হয়েছে।

তৈমূর আলম আরও বলেন, সিদ্ধিরগঞ্জ থানার নেতৃবৃন্দদের সাথে আলোচনা সভা হয়েছে। এখানে সিদ্ধান্ত হয়েছে, সকলের সাথে সমন্বয় নির্বাচন পরিচালনা কমিটি হবে। সেখানে নেতৃত্বে থাকবে সাবেক এমপি গিয়াস উদ্দিন সাহেব।

এই কমিটি সকলের সমন্বয়ে গঠিত হবে এবং নির্বাচনটা তারা পরিচালনা করবে। নির্বাচনে যদি সরকার কোন কাচুপি করে, কোন নিলনকশার নির্বাচন করে, তাহলে এই কমিটির মাধ্যমে পরবর্তী আন্দোলন করা হবে।

এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলমকে সমর্থন জানিয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এসএম আকরাম।

আরও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।