ঢাকাবুধবার , ১৪ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসুচি

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১৪, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসুচিস্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ১৬ই ডিসেম্বর বাঙ্গালি জাতির জন্য অত্যন্ত গৌরবের একটি দিন। বাঙ্গালি জাতি বীরের মত দীর্ঘ নয়মাস যুদ্ধো করে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনির বিপক্ষে বিজয় লাভ করে। এই দিনটিকে ঘিরে প্রতি বছর নারায়ণগঞ্জে বিভিন্ন রকমের কর্মসুচির আয়োজন করা হয়। এবারো জেলা প্রশাসকের উদ্যগে বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে জেলা প্রশাসকের এবারের কর্মসুচির মধ্যে যা থাকছে: * সুর্য দয়ের সাথে সাথে সকল সরকারি/ আধা সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। *সুর্য দয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সুচনা ও বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পন। *সকাল সাড়ে ৮টায় বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনী ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহনে ওসমানী পৌর স্টেডিয়ামে সমাবেশ ও কুচকাওয়াজ। * সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানিক ভাবে সীমিত পরিসরে জাতীয় পতাকা পতাকা উত্তোলন। * সকাল ১১টায় শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে নারায়ণগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্দা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্দাদের সংবার্ধনা প্রদান। *দুপুর ১২টায় সকল সিনেমা হলে ছাত্র-ছাত্রীদের বিনা টিকিটে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন। *সুবিধাজনক সময়ে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি মসজিদ, মন্দির, গির্জায় জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রার্থনা। *স্থানীয় সকল হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও সরকারি আশ্রয় কেন্দ্র গুলোতে উন্নতমানের খাবার পরিবেশন। *দুপুর ২টা ৩০ এ নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা মহিলা সংস্থার আয়োজনে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান।  *বিকেল ৩টা ৩০ এ ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা প্রশাসক বানাম জেলা ক্রীড়া সংস্থার প্রীতি ফুটবল ম্যাচ। *সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্ভোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দিনব্যাপি এ আয়োজনে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।