ঢাকাবৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

প্রশিক্ষনের বিকল্প নেই  : পুলিশ সুপার

আবু বকর সিদ্দিক
ডিসেম্বর ১৫, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

প্রশিক্ষনের বিকল্প নেই  : পুলিশ সুপার নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল বলেছেন, সাংবাদিকদের বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করার কোন বিকল্প নেই। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের প্রশিক্ষন জরুরী। তিনি সংবাদ পরিবেশনের বিষয়ে উদাহরণ দিয়ে বলতে গিয়ে বলেন যেমন বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে বুয়েট ছাত্র ফারদিন খুন নয়, আত্মহত্যা করেছে । এ নিউজ নিয়ে মানুষ আগ্রহী। আসলে মানুষের এ হত্যা নিয়ে কৌতুহল আছে। আমরা পুলিশ একটা প্রফেশনে আছি, আপনারা সাংবাদিকরাও একটা প্রফেশনে আছেন, আমাদের উভয়েরই লক্ষ্য দেশকে প্রগতিশীল ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। সেই লক্ষে আমরা একসাথে কাজ করে যাব।বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কনফারেন্স রুমে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে দুইদিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষনের সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার এসব কথা বলেন। এসময় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহন করেন পিআইবি সিনিয়র ট্রেনার শেখ মজলিশ ফুয়াদ, দুইদিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষনের প্রশিক্ষক ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক রাহাদ মিনহাজ, ডেইলী সান পত্রিকার বার্তা সম্পাদক জিয়াউর রহমান, দৈনিক সংবাদের চীপ রিপোর্টার সালাম জুবায়ের।এ প্রশিক্ষন কর্মশালায় নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সিনিয়র ট্রেনার শেখ মজলিশ ফুয়াদ বলেন, আমাদের দেশটাকে ভালবাসতে হবে। আমরা বিশ্বাস করি পিআইবির এ প্রশিক্ষন আপনাদের পেশাগত জীবনে কাজে আসবে। নারায়ণগঞ্জের এ প্রশিক্ষন সাফল্যমন্ডীত হয়েছে। তিনি সবাইকে এমন একটি সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।