ট্রেন দূর্ঘটনায় শারমিন হাবিব বিন্নীর ঘটনাস্থল পরিদর্শন

রিপোর্ট :নারায়ণগঞ্জে ট্রেন বাস সংঘর্ষের ঘটনায় তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর পদপার্থী শারমিন হাবিব বিন্নী। রোববার (২৬ ডিসেম্বর) ৭:৩০ ঘটিকায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন তিনি।

ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন
ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এসময় তার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যা ৬ টায় নারায়ণগঞ্জের এক নম্বর রেলগেট এলাকা আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই নিহত হন দুইজন। এসময় আহত সাত বছরের শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন দশজন।

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ