ঢাকাবুধবার , ৫ জানুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

আচারণ বিধি লঙ্ঘণ : ৮ মামলা ও জরিমানা

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
জানুয়ারি ৫, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আচারণ বিধি লঙ্গনসহ নানা আইন ভঙ্গের কারণে বিভিন্ন প্রার্থীর সমর্থককে ৮ টি মামলায় ৮ জনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত  ২৭টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে নাসিক নির্বাচন এলাকায় ওই  অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রহিমা আক্তার জানান,  ২৭ টি ওয়ার্ডে ৯জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আচারণ বিধি লঙ্গন ও আইন বহির্ভূত কর্মকা-  নজরদারি করা হচ্ছে। এর মধ্যে বুধবার কাউন্সিলর প্রার্থীদের বেশ কয়েক জন কর্মী ও সমর্থকদের ২০১৬ এবং সংশ্লিষ্ট আইন মোতাবেক ৮ টি মামলায় ৮ জনকে ৭ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।

তিনি আরো জানান,  নাসিক নির্বাচনে ২৭ টি ওয়ার্ডে ৯ জন ম্যাজিস্ট্রেটের মধ্য যারা দায়িত্ব পালন করছেন তারা হলন- নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার, এস এম রাসেল ইসলাম নুর, মেহেদী হাসান ফারুক, আব্দুল মতিন খান, রুবাইয়া খানম, নুসরাত আরা খানম, সাব্বির আহমেদ ও ফাতেমা তুজ জোহরা।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।