তৈমূরপন্থী আনোয়ার গ্রেপ্তার

বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক এডভোকেট আনোয়ার প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসদাইরের নিজ বাসভবন থেকে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত সোয়া ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ার প্রধান স্বতন্ত্র মেয়র প্রার্থী এডভোকেট তৈমূর আলম খন্দকারপন্থী বলে জানা গেছে। তিনি একই সাথে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদকের দায়িত্বও পালন করছিলেন। আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনবীজী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী আছেন এডভোকেট এইচএম আনোয়ার প্রধান।

আনোয়ার প্রধানের স্ত্রী নাহিদা আহম্মেদ মুঠোফোনে জানান, ‘রাত সোয়া ১টায় পুলিশ এসে আমার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এখন স্বামীর মুক্তির অপেক্ষায় ফতুল্লা মডেল থানায় আছি।’

ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুজ্জামান জানিয়েছেন,  আনোয়ার প্রধান বিএনপির কিনা আমি জানি না। উনার বিরুদ্ধে বিদ্যুতের একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে, তাই তাকে গ্রেপ্তার করে আদালতে উঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জামিনে মুক্ত হয়েছেন আনোয়ার এমন সংবাদ নিশ্চিত করেছেন তার সহকর্মী আইনজীবিরা।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ