৬০ কেজি গাঁজা

২ শতাধিক ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬০ কেজি গাঁজা ও ২১০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল। র‌্যাব জানতে পারে একটি মাদক ব্যবসায়ী চক্রের সদস্যরা ট্রাক যোগে চট্রগ্রাম হতে ঢাকা অভিমুখে গাঁজা ও ফেন্সিডিল এর চালান নিয়ে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ জানুয়ারি) দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে ট্রাকটিকে থামিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে ট্রাকটির সামনের কেবিনের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৪ টি বস্তার মধ্যে রক্ষিত পলিথিন দ্বারা মোড়ানো ৬০ কেজি গাঁজা এবং ২১০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ট্রাকটিকে জব্দ করা হয়।

আটককৃত ৩ মাদক ব্যবসায়ী হলো- মো. ফারুক মিয়া(৩০), মো. জিকরুল রহমান গাজী (৩৩) ও মো. মিলন হাওলাদার (১৯)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে চট্রগ্রাম হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল নিয়ে এসে নারায়ণগঞ্জসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে বলে জানায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ