ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পোশাক কর্মী নিহত


নারায়ণগঞ্জের ফতুল্লায় এলাকায় আমান উল্লাহ (১৭) নামে এক পোশাক কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (২৮ জানুয়ারি) রাত সাতটার দিকে মাসদাইরের পাকাপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমান ঠাকুরগাও জেলার রাণিশংকর থানার রাতর গ্রামের জব্বর মিয়ার পুত্র। মা জৈবন্নেছাকে নিয়ে মাসদাইর পাকাপুল এলাকার আউয়াল মিয়ার বাড়িতে ভাড়া থাকতো সে। মা-ছেলে দু’জনই পোশাক কারখানায় চাকরি করেন।
প্রথমে তাকে জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত দশটার দিকে সেখানে আমানউল্লাহ মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিঠে ছুরিকাহত অবস্থায় স্থানীয় একটি ফার্মেসিতে আসেন আমান উল্লাহ। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নরায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক জিএম মোস্তফা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। পরে ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমানকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক চিকিৎসা প্রদানকারী নরায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নার্স ননী গোপাল জানান, গুরুতর আহত আমান উল্লাহর বুকে পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। অবস্থা গুরুতর থাকায় আহতকে ঢাকায় পাঠানোর আদেশ দেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমান হাসপাতালে আনার আগেই মারা গেছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ