সড়ক দুর্ঘটনায় নিটল কর্মকর্তার মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়কের দুর্ঘটনায় নিটল মটরস এর ম্যানেজার মো. মাহমুদ আলম (৩৮) নিহত হয়েছেন। শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় অজ্ঞাতনামা যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত মাহমুদ আলম নিটল মটরসের নারায়ণগঞ্জ শাখা ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বগুড়া সদরের সূত্রাপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ের শিমরাইল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমানের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানান, রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত একটি যানবাহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে যানবাহনটি চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ