না.গঞ্জে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩৫

বিগত কয়েক দিনে করোনার সংক্রমণ কিছুটা কমেছে। কমেছে মৃত্যুর সংখ্যাও নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৩৫জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ৩০ হাজার ৮৬জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’ ৩২জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।

১৬ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৬শ’  ১২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ২ লাখ ৩১হাজার ৭শ’ ৬৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজারে ৫জন, বন্দরে ৩জন, এনসিসি এলাকায় ১১জন, রূপগঞ্জে ৭জন, সদর উপজেলায় ৮জন, সোনারগাঁও এলাকায় ১জন আক্রান্ত হয়েছে।

আরোও পড়ুন

- Advertisement -

কমেন্ট করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ডেইলি নারায়ণগঞ্জে প্রকাশিত কোন সংবাদ, তথ্য, ছবি এবং ভিডিও কন্টেন্ট বিনা অনুমতিতে ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ।

সর্বশেষ