ঢাকাবৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২২
  1. আন্তর্জাতিক
  2. এক্সক্লুসিভ
  3. খেলা
  4. জাতীয়
  5. তথ্যপ্রযুক্তি
  6. নগর-মহানগর
  7. নাসিক-২০২১
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. লাইফ-স্টাইল
  11. লিড
  12. লিড-২
  13. লোকালয়
  14. শিক্ষা
  15. শিক্ষাঙ্গন
আজকের সর্বশেষ সবখবর

নগরীর বেবি কর্নারসহ ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

ডেইলি নারায়ণগঞ্জ স্টাফ
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

নগরীর  চাষাড়া বালুরমাঠ এলাকায় অবস্থিত গিফট শপ ‘বেবি কর্নার’ এ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) পরিচালিত এই অভিযানে কিছু বিদেশী কসমেটিকস জব্দ করা হয়।

এসব পণ্যের আমদানীকারক ট্যাগ ও পণ্যের গায়ে মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৭ ধারা মোতাবেক নগদ ৪০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করেছে।

এছাড়া সিদ্ধিরগঞ্জের কদমতলীতে অভিযান চালিয়ে নকল তীর বিক্রির অভিযোগে দুটি দোকান তোয়া স্টোরকে ভোক্তা অধিকার আইনের ৫০ ধারায় ১ হাজার টাকা এবং জয়নাল স্টোরকে ৩৭ ধারায় ৫০০০ টাকা ও ৫০ ধারায় ১০০০ টাকা মোট ৭০০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় কৃষি বিপনন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

আরোও পড়ুন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।